Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে ‘হা-শো সিজন ৭’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৬

বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এনটিভিতে আবারও শুরু হতে যাচ্ছে কমেডি রিয়্যালিটি শো ‘মার্সেল প্রেজেন্টস হা-শো সিজন ৭’। আসছে ১২ ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে।

এবার এই আয়োজনের বিচারক হিসেবে আছেন চিত্রনায়ক আমিন খান, অভিনেতা তুষার খান ও শবনম ফারিয়া। জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে আছেন জনপ্রিয় কমেডিয়ান আবু হেনা রনি।

বিজ্ঞাপন

ইতোপূর্বে এই অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশ থেকে বেরিয়ে আসা জোকস পারফর্মাররা দেশে-বিদেশে ব্যপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। ইতোমধ্যে অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগিদের নিয়ে দেশের ৭টি প্রধান বিভাগীয় শহরে অডিশন রাউন্ড শুরু হয়। পর্যায়ক্রমে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগ থেকে মোট ৪৫ জন প্রতিযোগিকে বাছাই করা হয়। মূলত তাদের নিয়েই সাজনো হবে অনুষ্ঠানের মূল পর্বগুলো। এখান থেকে পর্যায়ক্রমে নির্বাচিত ৬ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।

সারাবাংলা/এজেডএস

সিজন ৭ হা-শো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর