Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ গান


১৪ জুন ২০১৮ ১৩:৫৯ | আপডেট: ১৪ জুন ২০১৮ ১৪:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘ফুটবল ফুটবল সারাবিশ্ব টলমল/ কে হারে কে জেতে নাথিং ইমপসিবল’। বিশ্বকাপ ফুটবল নিয়ে চলমান উত্তাপে তৈরি হলো নতুন গান। গানের শিরোনাম ‌‘ফুটবল ফুটবল’। বুধবার (১৩ জুন) প্রকাশ পেয়েছে অনলাইনে। সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে গানটি।

চিরকুট ব্যান্ডের তারকামুখ পাভেল অরিনের সংগীত পরিচালনায় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আঁচল ও দিদার। আর গানের কথা লিখেছেন পদ্ম। এদিকে গানের তালে নাচে ভরপুর একটি ভিডিও নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন টয়া, হৃদি শেখ, শাহবাজ মঈন, আলিফ, তাসনিয়াসহ অনেকেই।

১৩ জুন সন্ধ্যায় গানটি ইউটিউবে অবমুক্ত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী-কুশলীরা। চলতি বিশ্বকাপে সবাই যেন নাচে-গানে আরও রাঙিয়ে তুলতে পারে সেই প্রত্যাশা গানটির সংশ্লিষ্টদের।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ

ফুটবল ফুটবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর