Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীর মৃত্যু, গ্রেফতার ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুন

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪ ১৬:২০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৪

গ্রেফতার হলেন আল্লু অর্জুন

গ্রেফতার হলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। আজ (১৩ ডিসেম্বর) সকালে তাকে গ্রেফতার করে ভারতের হায়দরাবাদ পুলিশ। হায়দরাবাদের একটি সিনেমা হলের সামনে হুড়োহুড়ি এবং পদপিষ্টে এক মহিলার মৃত্যুর ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে হায়দরাবাদ পুলিশ সুত্রে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রদর্শনী চলাকালে সেখানে ছবির সঙ্গীত পরিচালকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন আল্লু অর্জুন। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে ওই হলে মাত্রাতিরিক্ত ভিড় হয়। পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। নিমেষে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়। সেই সময় সিনেমা হলে ছেলেকে নিয়ে ঢোকার চেষ্টা করছিলেন এক মহিলা। তখনই পদপিষ্ট হয়ে মারা যান তিনি। তার ছেলেও গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। এরপর খোদ আল্লু অর্জুন তো বটেই, সন্ধ্যা সিনেমা হলের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে মামলা।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দরাবাদের চিক্কড়পল্লি থানা থেকে জুবিলি হিলসে অবস্থিত আল্লু অর্জুনের বাড়ি যান পুলিশ কর্মীরা। সেখান থেকেই তাকে কাস্টডিতে নেওয়া হয়। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ নিশ্চিত করেছেন যে তেলুগু তারকা আল্লু অর্জুনকে সেদিনের পদপিষ্টের ঘটনার জন্য গ্রেফতার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আল্লু অর্জুন আগে থেকে খবর না দিয়ে আচমকাই সেখানে চলে আসেন। পুলিশও সেভাবে প্রস্তুত ছিল না, তাই সেই সময় হুড়োহুড়ি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে দাঁড়ায় কর্মরত পুলিশের পক্ষে। নিহতের পরিবারের পক্ষে এই ঘটনার জন্য আল্লু অর্জুনকে দায়ী করা হয়েছে। এমনকি তারা আর্থিক সহায়তা চেয়েছেন। এরপর তাদের অভিযোগের ভিত্তিতেই অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

আল্লু অর্জুন পুষ্পা-২

বিজ্ঞাপন

শুটিংয়ে আহত তিন তারকা
১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৫

প্রেক্ষাগৃহে মুক্তি পেল তিন ছবি
১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৮

আরো

সম্পর্কিত খবর