Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে গ্রেফতার আল্লু অর্জুন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:২১

সারা ভারতে যখন ‘পুষ্পা ২’ এর জয়জয়কার, ঠিক সেসময়ে গ্রেপ্তার হলেন ভারতের সুপারস্টার আল্লু অর্জুন! শুক্রবার অভিনেতার নিজ বাড়ি থেকেই হায়দরাবাদ পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কী অভিযোগে গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন, বিষয়টি কারো অজানা নয়। ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে ৪ ডিসেম্বর যে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে থানায় অভিযোগ ছিলো আগেই। তবে তার জন্য যে আল্লুকে গ্রেপ্তার করা হবে, ভাবেননি কেউ!

বিজ্ঞাপন

অনেকে বলছেন, প্রিমিয়ার শোতে আল্লুকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে কারো মৃত্যু হলে সেটার দায় কী করে তারকার উপর আসে? এমন প্রশ্নের কারণ খুঁজতেই কি গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন?

কারণ পুলিশ বলছে, ৪ তারিখের সেই অনুষ্ঠানে আল্লু অর্জুনের উপস্থিত হওয়ার কথা ছিলো না। হঠাৎ কাউকে না জানিয়ে আসার কারণে মুহূর্তেই বিশৃঙ্খলা শুরু হয়েছিলো।

এ বিষয়ে হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, ‘আগাম খবর না দিয়েই প্রিমিয়ার শোতে এসেছিলেন আল্লু অর্জুন। ফলে প্রেক্ষাগৃহে বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছায় যে, জনতাকে নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশও।”

হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ বলেছেন, “তিনি (আল্লু অর্জুন) যে থিয়েটারে আসছেন, সেই বিষয়ে থিয়েটার ম্যানেজমেন্ট বা অভিনেতার দলের পক্ষ থেকে কোনও তথ্য দেওয়া হয়নি।”

জানান, “আল্লু অর্জুন এবং তার দলের জন্য কোনও আলাদা প্রবেশ বা প্রস্থানের ব্যবস্থাও ছিল না। তারা যে সেখানে আসছেন, থিয়েটার ম্যানেজমেন্ট তা আগে থেকে জানত।”

সম্ভবত এসব প্রশ্নের উত্তর জানতেই গ্রেপ্তার করা হয়েছে আল্লু অর্জুনকে। পুলিশের বিভিন্ন সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, এরইমধ্যে আল্লু অর্জুনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ!

বিজ্ঞাপন

৫ ডিসেম্বর প্রায় ১২ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা-২। তার আগে ৪ তারিখ রাতে হায়দরাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’এ ছিল ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার শো। আল্লু অর্জুন ওই থিয়েটারে উপস্থিত ছিলেন। তাকে দেখতে প্রেক্ষাগৃহের সামনে ব্যাপক হুড়োহুড়ি লেগে যায়। ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছরের এক নারীর। তার সন্তানও ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে। ঘটনার পর আল্লুর বিরুদ্ধে মামলা রুজু করে হায়দরাবাদের পুলিশ।

সারাবাংলা/এজেডএস

আল্লু অর্জুন গ্রেফতারের কারণ

বিজ্ঞাপন

যে কারণে গ্রেফতার আল্লু অর্জুন
১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:২১

আরো

সম্পর্কিত খবর