প্রকাশ হলো টুম্পা’র প্রথম মৌলিক গান
১৪ জুন ২০১৮ ১৪:৩৬ | আপডেট: ১৪ জুন ২০১৮ ১৮:১৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
‘অপরাধী’ গানটি কাভার করে কণ্ঠশিল্পী টুম্পা এখন সবার পরিচিত। অনেক আগে থেকেই বিভিন্ন জনপ্রিয় গান নিজের মতো করে গেয়ে আসছেন তিনি। কিন্তু ‘অপরাধী’ গানটি গাওয়ার তার পরিচিতি বাড়ার সঙ্গে সঙ্গে ভাগ্য যেন খুলেছে তার।
প্রকাশ পেয়েছে তার প্রথম মৌলিক গান। টুম্পা খানের গাওয়া প্রথম প্রকাশিত মৌলিক গানের শিরোনাম ‘অষ্টপ্রহর’। প্রকাশ করেছে আজবে রেকর্ডস। সারাজাত সৌমের কথায় গানের সুর ও সংগীতায়োজন করেছেন ফরহাদ।
নিজের প্রথম আধুনিক মৌলিক গান সম্পর্কে তিনি বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিল আমার নিজের গান হবে। সে স্বপ্ন পূরণ হলো। আমি চাই আমার নিজের গান দিয়ে শ্রোতাদের মনে ঠাঁই করে নিতে।’
টুম্পার সঙ্গে অনেক আগে থেকেই পরিচয় ছিল আজব রেকর্ডসের কর্ণধার, সংগীতশিল্পী জয় শাহরিয়ারের। তিনি বলেন, ‘বিষয়টা এমন না যে ভাইরাল হওয়ার পর টুম্পাকে নিয়ে কাজ করা হলো। এমনিতেই সে অনেক ভালো কণ্ঠশিল্পী।’
‘অপরাধী’ গানটির মূল কণ্ঠ শিল্পী আরমান আলিফ। এই গানটি গাওয়ার পর টুম্পার অভিষেক হয়েছে চলচ্চিত্রের গানেও। সম্প্রতি টুম্পা গান করেছেন চলচ্চিত্রেও। তবে সেটি এখনো অপ্রকাশিত।
https://www.youtube.com/watch?v=WPV3Ai4QqVE
সারাবাংলা/পিএ