কন্যার মা হয়েছেন কোয়েল মল্লিক
এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:২৮
১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:২৮
দ্বিতীয়বার মা হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। সোশ্যাল মিডিয়ায় সুখবরটি জানিয়েছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় একটি ফটো কার্ড পোস্ট করে তিনি এই খবর জানিয়েছেন। সেখানে লেখা ‘we are blessed with a baby girl’। চলতি বছরের অক্টোবরেরই তিনি তার দ্বিতীয়বার অন্ত্বসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন।
ক্যাপশনে লেখেন, ‘সবার সঙ্গে একটি সুখবর ভাগ করে নিচ্ছি। আমাদের পরিবার আরও বড় হচ্ছে। কবীর শীঘ্রই বড় দাদার দায়িত্ব পেতে চলেছে। সবার আশীর্বাদ ও ভালোবাসা চাই।’
২০২০ সালে কোয়েল-নিসপালের ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান কবীর। ৪ বছর পর দ্বিতীয় সন্তানের মা হলে তিনি।
সারাবাংলা/এজেডএস