Sunday 15 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেতিবাচক চরিত্রে বুবলী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৩

চলচ্চিত্র ক্যারিয়ারে প্রথমবারের মত কোন নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। জাহিদ জুয়েল পরিচালিত ছবিটির নাম ‘পিনিক’। রোববার ছবিটির একটি অ্যাকশন দৃশ্যেও অংশ নিয়েছেন বুবলী।

ছবির প্রযোজক শিমুল খান বলেন, ‘এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সবগুলোই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।’

বিজ্ঞাপন

‘বসগিরি’ দিয়ে রুপালি পর্দায় পা রাখেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর কাজ করেছেন দুই ডজনের মতো সিনেমায়। হয়েছেন প্রশংসিতও। এবার একেবারে ব্যতিক্রমভাবে ধরা দেবেন তিনি।

জানা যায়, এর আগে গেল নভেম্বরে কক্সবাজার ও রামুতে শুরু হয় পিনিক’র শুটিং। ছবিতে বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন আদর আজাদ। দুজন জুটি হয়ে ইতিমধ্যেই কাজ করছেন ‘তালাশ’ ও ‘লোকাল’ নামে দুই ছবিতে।

সারাবাংলা/এজেডএস

নেতিবাচক পিনিক বুবলী

বিজ্ঞাপন

নেতিবাচক চরিত্রে বুবলী
১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৩

বুদ্ধিজীবীদের একাল সেকাল
১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৩

কন্যার মা হয়েছেন কোয়েল মল্লিক
১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:২৮

আরো

সম্পর্কিত খবর