Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিয়াঙ্কাতে মুগ্ধ জোনাসের ভাইও!


১৫ জুন ২০১৮ ১৪:২৪

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ছবি: সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

নিক জোনাসের বড় ভাই কেভিন জোনাসও ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। বলেছেন, ‘কোয়ান্টিকো’ তারকার সঙ্গে আগেও একবার দেখা করেছিলেন তিনি। হলিউডি একটি গসিপ ম্যাগাজিনে দেয়া সর্বশেষ সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে ‘সুপার অসাম’ তকমা দিয়েছেন কেভিন। এ থেকে নিশ্চিত হওয়া গেছে যে, ভক্তদের পর তিনিও নিক-প্রিয়াঙ্কার প্রেমের সম্পর্ক মেনে নিয়েছেন!

বিজ্ঞাপন

https://www.instagram.com/p/Bj5sVwzgUop/?utm_source=ig_embed

দুদিন আগে নিক এবং প্রিয়াঙ্কা নিউ জার্সিতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেও কেভিন ছিলেন তাদের সঙ্গে। ছিলো নিকের পরিবারের অন্যান্য সদস্যরাও। পাপারাজ্জিরা সেসময় যে ছবি ও ভিডিও করেছেন তা থেকে এটা স্পষ্ট প্রমাণ হয় যে নিকের গোটা পরিবারই প্রিয়াঙ্কাকে বেশ সাদরে গ্রহণ করেছেন।

গত এক সপ্তাহে নিক ও প্রিয়াঙ্কাকে বেশ কয়েকবার একসঙ্গে ডিনার করতে দেখা গেছে। ২০১৭ সালের মেট গালায় দেখা হয়েছিলো তাদের। এরপর থেকেই দুজনে চুপিসারে জড়িয়ে পড়েছেন প্রেমের সম্পর্কে। গুঞ্জন রয়েছে, চলতি বছরেই বিয়ের পরিকল্পনা করছেন নিক ও প্রিয়াঙ্কা।

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর