Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রানির কাছ থেকে কানের দুল পেলেন মার্কল


১৫ জুন ২০১৮ ১৮:১৫ | আপডেট: ১৫ জুন ২০১৮ ১৮:২৬

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে এক জোড়া কানের দুল উপহার পেয়েছেন মেগান মার্কল। সুন্দর দুলজোড়া পরে সেদিন চেশির শহরের একটি অনুষ্ঠানেও এসেছিলেন নতুন এই রাজবধূ। এ সময় স্বামী হ্যারি উপস্থিত না থাকলেও মেগানের সঙ্গী হয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ স্বয়ং।

উপহার পাওয়া দুলজোড়ার একটি মুক্তার, অন্যটি হীরা দিয়ে তৈরি। দুল জোড়াটি মেগানের কানে বেশ চমৎকার ভাবে মানিয়েছে। বিশেষ করে তার গায়ের রঙ এবং পোশাকের সঙ্গে রাজকীয় এ উপহার মানিয়ে গেছে। আর বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে, রানির ব্যক্তিগত সংগ্রহ থেকে দেয়া হয়েছে এই উপহার।

এর আগে রানি দ্বিতীয় এলিজাবেথ মেগানকে মাথায় পরার একটি টায়রা ধার দিয়েছিলেন। সেটিও রানির ব্যক্তিগত সংগ্রহের সম্পত্তি ছিল। রাজকীয় সেই টায়রা পরেই রাজপুত্র হ্যারিকে বিয়ে করেন মেগান। ১৯ মে’র সেই বিয়ের অনুষ্ঠানে রাজবধূ ও তার মাথার টায়রাটি দেখেছে কয়েক কোটি মানুষ।

সারাবাংলা/টিএস/পিএ

বিজ্ঞাপন

শুটিং খরচ কমালো এফডিসি
১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০২

১০০ পর্বে ‘সিটি লাইফ’
১৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৮

আরো

সম্পর্কিত খবর