Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তি পেলো মেহজাবীনের বোন মালাইকার প্রথম নাটক

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:২০

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরীর প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’ মুক্তি পেলো। আজ (২৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে দেখা যাচ্ছে এটি। এর গল্প ভাবনা মেহজাবীন চৌধুরীর।

নিজের প্রথম নাটকে ফারহান আহমেদ জোভানকে সহশিল্পী হিসেবে পেয়েছেন মালাইকা। গল্পে মালাইকা অভিনীত ইরার গৃহশিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন জোভান। ‘সন্ধিক্ষণ’ রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

বিজ্ঞাপন

মালাইকা চৌধুরী গত ফেব্রুয়ারিতে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রে প্রথমবার মডেল হন। এবার নাটকে অভিষেক হলো তার।

‘সন্ধিক্ষণ’ নাটকে একটি মৌলিক গান রয়েছে। এর শিরোনাম ‘প্রাণসখিয়া’। এটি গেয়েছেন আরফিন রুমি ও পল্লবী রায়। এর কথা লিখেছেন ওয়াসিক সৈকত, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ।

‘সন্ধিক্ষণ’ নাটকে আরও অভিনয় করেছেন সাদ সালমি নাওভি, ডিকন নূর, মিলি বাশার, সোহাগ আলম, জিএম মাসুদ, জাফনা সুবাইতা, সোহাগ তালুকদারসহ অনেকে। গত অক্টোবরে নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরায়। চিত্রগ্রহণ করেছেন নাজমুল হাসান। সম্পাদনা ও রঙ বিন্যাসে রাশেদ রাব্বি।

সারাবাংলা/এজেডএস

মেহজাবীন সন্ধিক্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর