বলিউড: দাম্পত্যের ফাটলে ২০২৪
এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪ ১৯:১৭
৩১ ডিসেম্বর ২০২৪ ১৯:১৭
তারকাদের প্রেম, বিয়ে এমনকি বিচ্ছেদ নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই। আর সেটা যদি হয় বলিউড ইন্ডাস্ট্রিতে, তাহলে তো আর কথায় নেই! আলোচনার টেবিলগুলোতে যেন ঝড় বয়ে চলে। গুঞ্জন আর চর্চার কেন্দ্রবিন্দুতে যেন সেই তারকা জুটির কীর্তিকলাপ।
২০২৪-এ একের পর এক বিচ্ছেদ ঘটেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। জনসমক্ষে এসেছে বেশকিছু বিখ্যাত দম্পতির সম্পর্কের সমাপ্তির খবর। পুরো বছর জুড়েই যেন বিচ্ছেদের সুর। এই তালিকায় বলিউড তারকার পাশাপাশি রয়েছেন বলিউড ঘনিষ্ঠ ক্রীড়া জগতের তারকারাও।
সারাবাংলা/এএসজি