Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউড ২০২৪: বক্সঅফিস কাঁপানো ৫ সিনেমা

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
১ জানুয়ারি ২০২৫ ১৭:৫৯ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১৮:০৮

দেখতে দেখতে কেটে গেল আরও একটা বছর। শেষ হলো ২০২৪। আর এই ২০২৪ সালে বলিউড বক্স অফিস ছিল নানা চমকে ঠাসা। অঙ্কের হিসেবে কেউ রাজত্ব করেছে, আবার কেউ থেকেছে চর্চার শিরোনামে। তবে আয়ের দিক থেকে সেরা ৫-এর তালিকা করতে গেলে সেখানে হিন্দি সিনেমাকে টপকে গেছে দক্ষিণ ভারতের সিনেমাগুলো। কারণ, সর্বাধিক ব্যবসা-সফল সিনেমাগুলোর বেশিরভাগই তাদের দখলে।

এই তালিকায় প্রথমেই ‘পুস্পা: দ্য রুল’। ২০২৪-এর শেষ দিকে মুক্তি পাওয়া এই সিনেমাটি বক্সঅফিস কাঁপিয়েছে। ২০১৯ সালেও বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি। প্রায় পাঁচ বছর পর এর দ্বিতীয় কিস্তি ‘পুস্পা: দ্য রুল’ মুক্তির প্রথমদিন থেকেই আরো কয়েক গুণ বেশি দাপট দেখাচ্ছে। মুক্তির ১ম দিনই এই ছবির আয় ছিল ১৭৫ কোটি রুপি। যেটা ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ। দক্ষিণের সুপারস্টার আল্লু আর্জুন অভিনীত এবং সুকুমার পরিচালিত ৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা শেষ খবর পাওয়া পর্যন্ত আয় করেছে ১ হাজার ৫০০ কোটি রুপিরও বেশি।

বিজ্ঞাপন

এই তালিকার দ্বিতীয় স্থানেও দক্ষিণী ছবি – ‘কালকি: টু এইট নাইন এইট এডি’। দক্ষিণের আরেক সুপারস্টার প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসান অভিনীত ও নাগ অশ্বিন পরিচালিত ৬০০ কোটি রুপি বাজেটের এপিক সাইন্স ফিকশন এ সিনেমাটি আয় করেছে প্রায় ১ হাজার ২০০ কোটি রুপি। ‘পুস্পা: দ্য রুল’ মুক্তির আগে এটিই ২০২৪-এর সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা হিসেবে আবির্ভূত হয়েছিল।

তালিকার ৩ নম্বরে বলিউড হিন্দি সিনেমা ‘স্ত্রী-টু’। এই সিনেমাটি বক্স অফিসে বেশ ভালোই দাপট দেখিয়েছে। ২০২৪-এ মুক্তি পাওয়া সবগুলো হিন্দি সিনেমাকে ছাড়িয়ে গেছে এই ছবিটি। শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৮৮০ কোটি রুপি।

বিজ্ঞাপন

চতুর্থ স্থানে তামিল সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। ভেঙ্কট প্রভু পরিচালিত এ সিনেমাটি দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়ের বিদায়ী সিনেমা। উল্লেখ্য, এরপর আর কোনো সিনেমায় অভিনয় না করার ঘোষণা দিয়েছেন থালাপতি বিজয়। বিশ্বব্যাপী প্রায় ৪৫৫ কোটি রুপি ব্যবসা করেছে এই সিনেমাটি।

২০২৪’র নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল কমেডি-হরর ঘরানার ছবি ‘ভুল ভুলাইয়া থ্রি’। এর আগে ২০২২ সালে মুক্তি পাওয়া এই ছবির ২য় কিস্তি ‘ভুল ভুলাইয়া টু’-তে রুহ বাবার চরিত্রে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান। এবারেও তাই। তবে এবার সঙ্গে বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিত। আনিস বাজমি পরিচালিত কমেডি হরর এই সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৪১৮ কোটি রুপি আয় করে তালিকায় পাঁচ নম্বরে।

সারাবাংলা/এএসজি

কালকি: টু এইট নাইন এইট এডি দ্য গ্রেটেস্ট অব অল টাইম পুস্পা: দ্য রুল বক্সঅফিস কাঁপানো ৫ সিনেমা বলিউড ২০২৪ ভুল ভুলাইয়া থ্রি স্ত্রী-টু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর