Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তরার স্বামী আসলে কী? মানুষ, ভূত, জ্বীন নাকি শয়তান?

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ১৮:২৭

চরকি অরিজিনাল ‘২ষ’ এর নতুন পর্ব ‘অন্তরা’। এর ট্রেইলার প্রকাশ পেয়েছে সম্প্রতি। সেখানে দুটি চরিত্রকে গুরুত্বের সঙ্গে পাওয়া গেছে। তাদের একজন নওশাবা, তিনি অভিনয় করেছেন অন্তরা চরিত্রে। অন্যজন, আফজাল হোসেন। তার নাম শোনা না গেলেও তাকে নিয়ে প্রশ্ন অনেক।

ট্রেলারের সংলাপে আফজাল হোসেনকে উদ্দেশ করে শিশু কণ্ঠে বোলতে শোনা যায়, ‘তুমি কি ভূত, জ্বীন, নাকি শয়তান?’। অন্তরা চরিত্রের সংলাপে আছে, ‘অপনাকে যেন কবে থেকে চিনি? আপনার সঙ্গে আমার কবে দেখা হয়েছিল?’ এসব কথা রহস্যের জন্ম দিয়েছে। সেকারণে দর্শকদের প্রত্যাশাও রয়েছে সিরিজটি নিয়ে।

বিজ্ঞাপন

ট্রেলারের মন্তব্যের ঘরে অনেকেই জানাচ্ছেন তাদের মতামত। এক দর্শক লিখেছেন, ‘অন্তরার স্বামী আসলে কী? দেখতে হবে।’ আরেক দর্শক মনে করছেন, ‘অন্তরা’ পর্বটি ‘২ষ’ আগের দুই পর্ব ‘ওয়াক্ত’ ও ‘ভাগ্য ভালো’–কে ছাড়িয়ে যাবে। অনেকেই ‘২ষ’ সিরিজের বিষয়বস্তুর প্রশংসা করেছেন এবং ‘অন্তরা’ পর্বটি দেখার জন্য অপেক্ষার কথা জানিয়েছেন।

সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। ১ জানুয়ারি রাত ১২টায় চরকি প্ল্যাটফর্মে প্রকাশ পেতে যাচ্ছে ‘অন্তরা’। ২০২৫ এর প্রথম কনটেন্ট হিসেবে এটি দেখতে যাচ্ছেন দর্শকরা। ‘২ষ’ সিরিজের তৃতীয় পর্ব এটি। নির্মাতা নুহাশ আগেই জানিয়েছিলেন, অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ‘অন্তরা’–এর গল্প।

নুহাশ নির্মিত প্রথম সিজন ‘পেট কাটা ষ’–তে অভিনয় করেছিলেন অভিনেত্রী নওশাবা। সিরিজে ‘মিষ্টি কিছু’ নামের পর্বে তাকে দেখা যায়। অভিনেত্রী জানান, সেই পর্বের একটা ধারাবাহিকতা আছে ‘অন্তরা’ গল্পে। নতুন পর্বে তার চরিত্রটি রহস্যময়, যা ট্রেইলার দেখে অনুমান করা যায়। সেই রহস্যটা ভাঙতে চাননি অভিনেত্রী। বলেন, ‘চরিত্রটা তো একটা জার্নি। এর মধ্যে নানাকিছু থাকে। ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে যায়।’

বিজ্ঞাপন

শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে নওশাবা বলেন, ‘গল্পে আগুনের সিন আছে। সেটা করতে গিয়ে সত্যি সত্যি শাড়ির আচলে আগুন লাগাতে হয়েছিল। বিষয়টা সহজ ছিল না। আগুন নিভতে নিভতে আমার শরীরের কয়েকজায়গায় পুড়ে যাওয়ার মতো অবস্থা হলো। সেটা নেভাতে গিয়ে আমার এক সহকর্মীর হাতে জখম হলো। এরকম আরও কিছু ঘটনার মধ্যে দিয়ে শেষ হলো আমাদের কাজটা।’

এরইমধ্যে সিরিজটির দুটি পর্ব প্রকাশ পেয়ে গেছে। বাকি থাকবে ‘বেসুরা’। ‘২ষ’ হরর ঘরানার সিরিজ হলেও মূলত সাইকোলজিকাল হরর বলে জানান নুহাশ। এখানে তিনি চেষ্টা করেছেন সমাজ ও ব্যক্তির সেইসব বিষয়কে তুলে আনার, যা বর্তমান সময়ের দৈনন্দিন জীবনে ভয়ের সৃষ্টি করছে। নির্মাতা বলেন, ‘আমরা বলছি, ভূত-প্রেত নাকি মানুষ, কিসে বেশি ভয়? অন্ধকারের ভূতের চেয়ে সমাজের অনেক ইস্যু আমাদের মধ্যে বেশি ভয়ের সৃষ্টি করছে। ‘২ষ’–এ সেটাই বলার চেষ্টা করেছি।’

সারাবাংলা/এজেডএস

২ষ অন্তরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর