এক বছরে ১৪ নাটক
১ জানুয়ারি ২০২৫ ১৯:০৩
তরুণ নাট্য নির্মাতা পথিক সাধন। গেল বছরে তিনি নির্মাণ করেছেন ১৪টি নাটক। বেশিরভাগ নাটকই হয়েছে সমাদৃত, দর্শকমহলে ছিল প্রশংসিত।
২০২৪ সালে এই নির্মাতার তৈরি নাটকগুলো হলো ‘শাস্তি’, ‘কিছু কথা বাকি’, ‘সম্ভবত প্রেম’, ‘বেদনার হালখাতা’, ‘অতঃপর একসাথে’, ‘এইদিন সেইদিন’, ‘দত্তক’, ‘একদিন স্বপ্নের দিন’, ‘যাওয়া আসার মাঝে’, ‘আঁধারের ফুল’, ‘আমার বৃত্তে তুমি’, ‘অর্ক মোস্তফা’, ‘আমার ঠিকানা তুমি’, ‘প্রেম ও ছলনার গল্প’ ও ‘মনে রেখো আমায়’।
পথিকের তৈরি অধিকাংশ নাটকে অভিনয় করেছেন এই সময়ের দেশের ছোট পর্দার সব জনপ্রিয় তারকারা। তারা হলেন ইয়াশ রোহান, খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, তাসনিয়া ফারিণ, ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুসহ অনেকেই।
নাটকগুলো নিয়ে এই নির্মাতা বলেন, ‘আমি সব সময় ভিন্ন ধরনের গল্পের নাটক নির্মাণ করতে পছন্দ করি। সেই হিসেবে চেষ্টা করেছি প্রতিটি গল্প থেকে আরেকটিকে আলাদা করতে। দর্শকদের ভালোবাসা পেয়েছি। পাশাপাশি সকল শিল্পী ও কলাকুশলীর সহযোগিতা পেয়েছি। এ কারনেই এতগুলো কাজ করা সম্ভব হয়েছে। ’
তিনি জানান, বেশিরভাগ নাটকই বিভিন্ন উৎসবে প্রচার হয়েছে। এর বাইরেও কিছু কাজ মুক্তি পেয়েছে।
নতুন বছর উপলক্ষে এরইমধ্যে পাঁচটি নাটকের শুটিং করেছেন পথি। যেগুলো নতুন বছরে প্রচারিত হবে। এগুলো হলো, স্বপ্নচারিণী, হারিয়ে খুঁজি, যা চলছে আরকি, ভালোবাসা ভালো রাখার উপায়, লাভ টু হেট ইউ।
সারাবাংলা/এজেডএস