Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে আসিফ আকবর ও ইমরান মাহমুদুল

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ১৯:১৪

দেশের সংগীতাঙ্গনে শীর্ষ তারকা আসিফ আকবর। ধারাবাহিকভাবে জনপ্রিয় গান উপহার দিয়ে যাচ্ছেন তিনি। অন্যদিকে চলতি প্রজন্মের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। তার গাওয়া গান যেমন শ্রোতাপ্রিয়তা পেয়েছে তেমনি অন্যদের গাইয়েও সফল এ তারকা।

এই দুই তারকার মধ্যে সম্পর্কের মধুরতা যেমন দৃঢ় সেই সাথে দুজন দুজনার কাজের প্রতি মুগ্ধতাও অনেক। মাঝে মধ্যেই আড্ডায় মাতেন এই দুই তারকা। এবার দেশের সঙ্গীতের দুই নক্ষত্রকে একীভুত করছে দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রতিষ্ঠানটি প্রকাশ করতে যাচ্ছে এই দুই তারকার গান। ইতোমধ্যে নির্মিত হয়েছে গানটির ভিডিও। ভিডিওতে চমক হিসেবে থাকছে এই দুই তারকার উপস্থিতি। বিষয়টি নিয়ে আসিফ ও ইমরানের অগণিত ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিজ্ঞাপন

স্নেহাশীষ ঘোষের কাব্যমালায় ইমরান মাহমুদুলের সুর ও সঙ্গীতে ‘মন জানে’ শিরোনামের গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

বিষয়টি নিয়ে আসিফ আকবর বলেন, ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী পেশাদার মানসিকতা ধারণ করে সে। ‘মন জানে’ শিরোনামে আমরা একসঙ্গে যে কাজটি করলাম আশা করি তা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।

এদিকে বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইমরান বলেন, ছেলেবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। আসিফ ভাইয়ের জন্য গান করতে গেলেই মনের ভিতর অন্যরকম এক অনুভুতি কাজ করে। আমাদের এই কাজটি শ্রোতাদের ভালো লাগবে আমার বিশ্বাস ।

ধ্রুব মিউজিক স্টেশন ডিএমএস জানায় নতুন বছরে তারা শোতাদের উপহার দিচ্ছে ‌’মন জানে’ শিরোনামের এই গান। ৫ জানুয়ারি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘মনজানে’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আসিফ আকবর ইমরান মাহমুদুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর