Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩ সিনেমা হলে ‘মধ্যবিত্ত’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ২০:১০

নতুন বছরের প্রথম ছবি হিসেবে সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘মধ্যবিত্ত’ শুক্রবার (৩ জানুয়ারি)। ছবিটি দেশের ১৩টি সিনেমা হলে চলছে।

ছবিটি পরিচালনা করেছেন তানভীর হাসান। এতে অভিনয় করেছেন শিশির সরদার, মায়িশা প্রাপ্তি, মাসুম আজিজ, বড়দা মিঠু, সমু চৌধুরী, এলিনা শাম্মি, ওমর মালিক, আমির সিরাজী, সোহেল রানা, শবনম পারভীন প্রমুখ।

তানভীর হাসান বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। এতে শ্রেণিবিভেদের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের জীবনরেখা, সংগ্রাম তুলে ধরেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দেখলে দর্শক নিরাশ হবেন না।’

যে ১৩টি হলে দেখা যাবে তার মধ্যে রয়েছে, রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, উত্তরার ম্যাজিক মুভি, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, দিনাজপুরের মডার্ন সিনেমা, সাপাহারের নসীব সিনেমা, কুলিয়ার চরে রাজ সিনেমা, গোপালদীর চলন্তিকা, টেকের হাটের সোনালী, মধুপুরের মাধবী সিনেপ্লেক্স, ময়মনসিংহের পূরবী সিনেমা ও ফরিদপুরের বনলতা।

‘মধ্যবিত্ত’র গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।

সারাবাংলা/এজেডএস

মধ্যবিত্ত সিনেমা হল

বিজ্ঞাপন

১০০ পর্বে ‘সিটি লাইফ’
১৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৮

আরো

সম্পর্কিত খবর