প্রবীর মিত্রের মৃত্যুতে বাচসাসের শোক
৬ জানুয়ারি ২০২৫ ০৯:৫০ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ০২:২৮
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। গণমাধ্যমে দপ্তর সম্পাদক রুহুল আমিন ভুঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এক শোক জানিয়েছে।
শোক বার্তায় বাচসাস-এর সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘রুপালি পর্দার নবাব, কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুতে চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হলো। তার মৃত্যুতে চলচ্চিত্রে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা পূরণ হবার নয়। আমরা এই বরেণ্য অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার আত্মার মাগফেরাত কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’
সোমবার (৬ জানুয়ারি) এফডিসিতে বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে চ্যানেল আই প্রাঙ্গনে। সেখানে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৪ জানুয়ারি) প্রবীর মিত্র মারা যান। গেল ১৩ দিন ধরে তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।
প্রথমে তাকে হাসপাতালটির এইচডিওতে ভর্তি করা হয়েছিলো গেল ২২ ডিসেম্বর। এরপর ২ জানুয়ারি তাকে আইসিইউতে নেওয়া হয়।
১৯৪৩ সালের ১৮ আগস্ট চাঁদপুরে জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।
১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা।
‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
সারাবাংলা/এজেডএস