রেখাকে সঙ্গে নিয়ে লং ড্রাইভে যেতেন অমিতাভ!
৮ জানুয়ারি ২০২৫ ২০:২৬
বলিউড ইন্ডাস্ট্রিতে বহু প্রেম ঘিরে মাঝেমধ্যেই চলতে থাকে নানা চর্চা। যদিও এটা নতুন নয়। দীর্ঘ বছর ধরেই চলছে এই বিষয়টা। তার মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন ও রেখাকে ঘিরে নানা আলোচনা। তবে এমন প্রশ্নও আছে, তাদের দুজনের সম্পর্কের গুঞ্জন কতটা প্রভাব ফেলেছিল জয়ার উপর? ‘গুড্ডি’ ছবিতে কাজ করার সময় অমিতাভ এবং জয়া বচ্চনের প্রেম শুরু। পরবর্তীকালে ‘জাঞ্জির’-এ একসঙ্গে অভিনয় করেন তারা। ১৯৭৩ সালের জুন মাসে বিয়ের পিঁড়িতে বসেন দম্পতি। তাদের সম্পর্ক অনেকের জীবনের অনুপ্রেরণা বলা চলে।
বিয়ের বেশ কিছু বছর পর থেকেই রেখার সঙ্গে অমিতাভের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, রেখা এবং জয়া একে অন্যের ভীষণই ভালো বন্ধু। একটি সাক্ষাৎকারে একবার রেখা জানিয়েছিলেন, এই গুজবের জন্য জয়ার সঙ্গে তাঁর সম্পর্কে কোনও প্রভাব পড়েনি।
রেখা ও জয়া বচ্চন একটা সময় একই বিল্ডিংয়ে থাকতেন। প্রায়ই তার কাছ থেকে কেরিয়ারের পরামর্শও নিতেন। জয়া ও অমিতাভ যখন বিয়ে করেন তখন রেখা তাদের দুজনেরই খুব ভালো বন্ধু ছিলেন। এবং তারা প্রায়ই নাকি একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতেও যেতেন। মেহমুদের জীবনীতে এই বিষয়টির উল্লেখ রয়েছে। ‘অমিতাভ এবং আনোয়ার খুব ভালো বন্ধু ছিলেন। আনোয়ার তাকে বলেছিলেন তিনি প্রায়ই অমিতাভ এবং জয়াকে লং ড্রাইভে নিয়ে যেতেন। দুজনে গাড়ির সামনের সিটে বসতেন। অন্যদিকে, রেখা বসতেন পিছনের সিটে। তারা জমিয়ে গল্প করতেন।’
বেশ কিছু বছর পর রেখা যখন আবারও অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেন। তখন তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। সিমি গারেওয়ালকে দেওয়া একটি সাক্ষাত্কারে রেখা স্পষ্ট বলেছেন, এই গুজবগুলি জয়া বচ্চনের সঙ্গে তার সম্পর্কে এতটুকু প্রভাব ফেলেনি। এমনকী, এখনও জয়াকে ‘দিদিভাই’ বলেই সম্বোধন করেন রেখা। জয়ার ব্যক্তিত্ব, তার জ্ঞান এবং মিডিয়ার হস্তক্ষেপ সত্ত্বেও তাদের দীর্ঘদিনের সম্পর্ককে এমন সুন্দরভাবে বজায় রাখার প্রশংসা করেন রেখা। এটা সকলের শিক্ষণীয় বলেই মত অভিনেত্রীর। অমিতাভ বচ্চন এবং রেখা শেষবার ‘সিলসিলা’য় একসঙ্গে কাজ করেছিলেন।
সারাবাংলা/এজেডএস