Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোস্টারে এলো বিলডাকিনি, বড়পর্দায় ২৪ জানুয়ারি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ১৭:১৩

‘বিলডাকিনি’ ছবির প্রথম পোস্টার উন্মোচন করলেন মোশাররফ করিম। নুরুদ্দিন জাহাঙ্গীরের কাহিনি অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ফজলুল কবীর তুহিন। শুক্রবার চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা ও পোস্টার উন্মোচন করতে নির্মাতা ও কলাকুশলীরা যান এমন একটি স্থানে যেখানে চলচ্চিত্রটি চিত্রায়িত হয়েছিল। সেখানেই জানানো হয় ছবিটি আগামী ২৪ জানুয়ারী মুক্তি পেতে যাচ্ছে।

পোস্টারে চলচ্চিত্রটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করা মোশারররফ করিমের পাশাপাশি দেখা গেছে পশ্চিমবঙ্গের পার্নো মিত্রকে। এর আগে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের বড়পর্দায় অভিষিক্ত হন পার্নো।

বিজ্ঞাপন

পোস্টার উন্মোচনের পাশাপাশি কেক কেটে ছবিটির মুক্তিযাত্রা উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা ফজলুল কবীর তুহিন, প্রযোজক মমিন খান, মোশাররফ করিম, অভিনেতা শেখ মাহবুব, উজ্জল মাহমুদ প্রমুখ।

পোস্টার উন্মোচন পর্বে মোশাররফ করিম বলেন, “ছবিটি আমার একটি প্রিয় ছবি। তার প্রধান কারণ হচ্ছে এটি আমাদের সমাজের কথা বলে, সমাজের সমস্যার কথা বলে। সমস্যা থেকে উত্তরণের কথা বলে। মানুষের অমানুষ হয়ে ওঠার কথা বলে এবং অমানুষকে মানুষ করার কথা বলে। আমি ব্যক্তিগতভাবে অভিনয় করে সন্তুষ্ট এবং তৃপ্ত। আমি চাই ছবিটি সবাই দেখুক। আমাকে আপনারা পছন্দ করেন বলেই মনে করি। এই সিনেমাটা আপনারা দেখবেন সে প্রত্যাশা করি একটাই কারণে সেটা হচ্ছে এটা আমাদের গল্প আমাদের সিনেমা।”

‘বিলডাকিনি’ ছবির পোস্টার উন্মোচন অনুষ্ঠানে মোশাররফ করিম

“আপনারা সবসময় আমাদের কাজগুলোকে ভালোবেসে এসেছেন বলেই আমরা কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি। আমরা দেশের কথা বলতে চাই, সমাজের কথা বলতে চাই। আমাদের সেই বলতে চাওয়ার পেছনের কারণটা আপনারা। কামনা করছি এবারও আপনারা আপনাদের ভূমিকাটা রাখবেন আমাদের সিনেমা নির্মাণের ক্ষেত্রে।”-যোগ করেন মোশাররফ করিম।

বিজ্ঞাপন

বিলডাকিনিতে মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান সে। অন্যদিকে পার্নোর চরিত্রের নাম হানুফা। গ্রামীণ নারী হনুফার গল্পেই আবর্তিত হয় বিলডাকিনি চলচ্চিত্রের কাহিনি।

নির্মাতা ফজলুল তুহিন বলেন, “একজন নারী ও তার মাতৃত্বের স্বাধীনতার প্রশ্নে অসম্ভব লড়াইয়ের গল্প এটি। চিরায়ত বাংলার রূপ মানুষ দেখতে পাবে এই ছবিতে, এবং একইসঙ্গে মানুষের চিরায়ত দুঃখও দেখতে পাবে। যেখানে মানুষের অভ্যন্তরীণ যন্ত্রণার সঙ্গে সঙ্গে তাদের আত্মবিশ্বাস ও ভালোবাসার অনুপ্রেরণা মিশে গেছে।”

সরকারি অনুদানে নির্মিত ‘বিলডাকিনি’ ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেন। ছবির শ্যুটিং হয়েছে নওগাঁর প্রতিসর, নাটোর এবং কেন্দ্রীয় কারাগারে।

সারাবাংলা/এজেডএস

পোস্টার বিলডাকিনি মোশাররফ করিম

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর