Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লস অ্যাঞ্জেলেসের দাবানল: কেমন আছেন প্রীতির পরিবার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫ ১৫:৫৬ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৪:১২

এই মুহূর্তে বিশ্বের অন্যতম বিলাসবহুল শহর লস অ্যাঞ্জেলেস লেলিহান আগুনের গ্রাসে। চারপাশে শুধুই ধ্বংসের ছবি। প্যারিস হিল্টন থেকে অ্যান্থনি হপকিন্স, দুয়া লিপার মতো তারকাদের বাড়ি পুড়েছে। লস অ্যাঞ্জেলেসের আকাশ লাল, চারদিক ঢেকে গিয়েছে ধোঁয়ায়। শুধু হলিউড তারকারাই নন বলিউডের বেশ কিছু খ্যাতনামা তারকাও থাকেন সেই শহরে। বলি অভিনেত্রী প্রীতি জিনতা তাদের মধ্যে অন্যতম। সেখানকার নাগরিক জেন গুডএনাফকে বিয়ের পর থেকেই সেখানেই থাকেন প্রীতি। দুই যমজ সন্তান রয়েছে তার। চোখের সামনে দেখেছেন একের পর এক বাড়ি পুড়ে যেতে। এমন দৃশ্য যে লস অ্যাঞ্জেলস শহরে কখনও দেখতে হবে কল্পনাতীত ছিল নায়িকার। কেমন আছে তার পরিবার, জানালেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

নিজের এক্স হ্যান্ডেলে প্রীতি জানিয়েছেন এখন তারা সুরক্ষিত। কিন্তু বিগত কয়েক ঘণ্টায় যা দেখেছেন তা অবিশ্বাস্য তার কাছে। প্রীতি লেখেন, ‘‘দুঃস্বপ্নেও ভাবিনি এমন দিন দেখতে হবে লস অ্যাঞ্জেলসে। যেখানে একের পর এক বাড়ি পুড়েছে। লোককে বাড়ি থেকে বের করে আনতে হচ্ছে। আকাশ ঢেকে গিয়েছে ধূসর কালো ছায়ায়। সারাক্ষণ একটা ভয় যদিও এই দমকা হওয়া না কমে তা হলে কী হবে আমার সন্তানদের ও আমার বাড়ির বয়স্কদের। তবে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমরা এখন নিরাপদে রয়েছি।’’

বিজ্ঞাপন

প্রিয়ঙ্কা চোপড়ারও বাড়ি রয়েছে লস অ্যাঞ্জেলেসে। অভিনেত্রী উদ্বেগ প্রকাশ করে লিখেছিলেন, “এই দাবানল রুখতে যারা প্রথম থেকে লড়াই করছেন, তাদের কুর্নিশ। রাত জেগে যারা কাজ করে চলেছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে অনবরত সাহায্য করে চলেছেন তাদের ধন্যবাদ। দাবানলে ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা। আশা করছি, রাতের মধ্যে সব ঠিক হয়ে যাবে।”

সারাবাংলা/এজেডএস

দাবানল প্রীতি জিনতা লস অ্যাঞ্জেলেস

বিজ্ঞাপন

এক মিনিটে নেইমারের আয় ৩০ কোটি!
১২ জানুয়ারি ২০২৫ ১৫:৪০

আরো

সম্পর্কিত খবর