Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে ‘আমার গান’ প্রতিযোগীতায় বিজয়ীদের গান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৭:৩৭

অবশেষে আসছে ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার বিজয়ীদের সেরা গানগুলো। গানগুলো প্রকাশের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি বিজয়ী প্রতিযোগীদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে গান প্রকাশের উদ্বোধনী আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধার সংগীতশিল্পী ধ্রুব গুহ জানিয়েছেন আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারী ) থেকে পর্যায়ক্রমে গানগুলো ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি প্রকাশ পাবে দেশি ও আর্ন্তজিাতিক একাধিক অ্যাপে।

বিজ্ঞাপন

ধ্রুব মিউজিক স্টেশন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা তুমুল মেধাবী যারা একসঙ্গে লিখতে পারে, সুর করতে পারে এবং গাইতেও পারে, সংগীতের এমন অলরাউন্ডারদের তুলে আনার জন্য আয়োজন করে ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার।

প্রতিযোগিতায় বিচারকার্য পরিচালনা করেছেন দেশের কিংবদন্তি থেকে শুরু করে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা। এই তালিকায় আছেন কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, ইমরান মাহমুদুল, তরুণ মুন্সী, মিলন মাহমুদ, শাওন গানওয়ালা, কিশোর দাস, কাজী শুভ ও বেলাল খান।

বিচার প্রক্রিয়ার মাধ্যমে ১০ হাজার গানের মধ্য থেকে নির্বাচিত হয় এক হাজার গান। সেখান থেকে নির্বাচিত হয় সেরা ১০০। এরপর চূড়ান্ত ফলাফলে সেরা-২০ বিজয়ী ঘোষণা করা হয়। এই সেরাদের তালিকায় আছেন, অনিরুদ্ধ শুভ , সৌরভ অধিরাজ, স্বর্ণা দাস তৃষা, আহমেদ সজীব, অজয় দেব, বেলাল হোসেন রিজু, বাউল রাসেল , এহসান রানা, পায়গাম রাব্বানী, জ্যোতি, নিশান্ত আর রহমান জোনেক্স, আব্দুল্লাহ আল মামুন, সম্রাট আহমেদ, এস কে বিপুল সরকার, নাহিদ হাসান, জয়ন্ত কুমার, দৃপ্ত, অংশুক রায়, এহেতেশাম রোমেল এবং জয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

ধ্রুব মিউজিক আমার গান