Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিতর্কে আনুশকা-কোহলি


১৮ জুন ২০১৮ ১৩:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।। 

মুম্বাইয়ের রাস্তায় প্রতিবাদী আনুশকাকে দেখা গেছে গতকাল (রোববার, ১৭ জুন)। চলন্ত গাড়ি থেকে প্লাস্টিক ফেলার জন্য একজনকে ভালোই নাস্তানাবুদ করেছেন এই তারকা। সঙ্গে ছিলেন তার স্বামী ও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও। এই ঘটনায় ভারতজুড়েই ব্যপক প্রশংসিত হয়েছেন এই তারকা দম্পতি। তবে একই কারণে তাদেরকে শুনতে হচ্ছে সমালোচনাও।

আনুশকা ও বিরাটের সমালোচকরা এই ঘটনাকে ‘সস্তা স্টান্টবাজি’ হিসেবে উল্লেখ করছেন। তাদের মতে, যার ভিডিওটি ছড়িয়ে দেয়া হয়েছে তার চেহারা ‘ঝাপসা’ করে দেয়া উচিৎ ছিল বিরুস্কার। এটি না করায় ওই যুবকের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে করছেন সমালোচকেরা। এই ঘটনায় বিরাট-আনুশকাকে ক্ষমা চাওয়ার অনুরোধও করেছেন তারা।

বিজ্ঞাপন

যে যুবকের সঙ্গে তর্কে গিয়েছিলেন বিরুস্কা, সেই আরহান সিংও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেছেন। বলেছেন, তার সঙ্গে যেটি করা হয়েছে সেটি অন্যায়। এতে করে তার স্বাভাবিক বেঁচে থাকা হুমকির মধ্যে পড়েছে। অন্তর্জালে এই দুই তারকার সমর্থকদের কাছ থেকে ‘অন্যায্য ঘৃণা’র শিকারও হচ্ছেন তিনি।

https://www.instagram.com/p/BkGNa-jA_hS/?utm_source=ig_embed

ছেলে আরহান সিংয়ের পক্ষে তার মা-ও একটি আবেগি লেখা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। লিখেছেন, ছেলের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। এই ঘটনায় বিরুস্কাকে প্রাচীন ভারতীয় ‘কর্ম’ দর্শণের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন আরহানের মা।

সম্প্রতি রাস্তায় প্লাস্টিক ফেলার দায়ে আরহান সিংয়ের সঙ্গে তর্কের একটি ভিডিও শেয়ার করেছিলেন বিরাট কোহলি ও আনুশকা।

সারাবাংলা/টিএস/পিএ

আনুশকা শর্মা বিরাট কোহলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর