Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধরা পড়লো সাইফের ওপর হামলাকারী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:২১

সাইফ আলি খানের ওপর হামলাকারীকে ধরার জন্য গতকাল (১৬ জানুয়ারি) থেকেই ব্যাপক তল্লাশি চালায় মুম্বাই পুলিশ। অবশেষে আজ (১৭ জানুয়ারি) ধরা পড়েছে সেই হামলাকারী। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই এ দুষ্কৃতিকারীর সন্ধান পায় পুলিশ। সে সময় তাকে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তার সন্দেহজনক গতিবিধি পুলিশের নজরে আসে। এরপরই আটক করা হয় তাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চলছিল।

বিজ্ঞাপন

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনো গৃহকর্মীর পরিচিত। সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় দেখা যায়নি তাকে। পুলিশের ধারণা সাইফদের বাড়ির ভেতরটা ওই হামলাকারীর চেনা। পাশের একটি কম্পাউন্ডের দেয়াল বেয়ে ওপরের তলায় পৌঁছাতে সে অগ্নিনির্বাপক ব্যবস্থার লাইন ব্যবহার করেছিল।

পুলিশের হাতে হামলাকারী আটকের কয়েকটি দৃশ্য এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, আটক ব্যক্তিকে বান্দ্রা থানায় নেওয়া হয়েছে। প্রশাসনের আরও অনুমান, সাইফদের বাড়ি থেকে বেরিয়ে আততায়ী পোশাকও বদলে ফেলে। পুলিশ এরই মধ্যে ২০টি দলে ভাগ হয়ে ঘটনার তদন্তে নেমেছে।

সারাবাংলা/এজেডএস

সাইফ আলী খান হামলাকারী

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর