ইব্রাহিম নয় তৈমুর সাইফকে হাসপাতালে নেন
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:৪৫
সারা শরীর তখন রক্তাক্ত। যন্ত্রণায় ছটফট করছেন সাইফ। মধ্যরাতে ঘটে যাওয়া অমন মর্মান্তিক ঘটনার আতঙ্কে তখনও রয়েছেন অভিনেতা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হলো সাইফকে। সেই কঠিন সময়ে তার সঙ্গী কে ছিল জানেন? শুক্রবার হাসপাতালের তরফে অফিসিয়াল বিবৃতিতে লীলাবতী হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, ওই দিন রাতে সাইফকে হাসপাতালে নিয়ে যান বছর আটের ছোট্ট তৈমুর। যদিও ঘটনা পর প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল সাইফ আলি খানকে তার বড় ছেলে ইব্রাহিম হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।
সাংবাদিক সম্মেলনে চিকিৎসকেরা জানান, ‘এই মুহূর্ত সুস্থ রয়েছেন সাইফ। তাকে একটু হাঁটানোর চেষ্টাও করানো হয়েছে।’ লীলাবতী হাসপাতালের চিফ অপারেটিং অফিসার নীরজ উত্তমানি বলেন, ‘সাইফ আলি খান যখন হাসপাতালে আসেন, তখন আমি তাকে প্রথম দেখি। সারা শরীর রক্তে ভেজা। তারপরেও তিনি সিংহের মতো হেঁটে ভিতরে ঢুকেছিলেন। সঙ্গে ছিলেন তার বছর ৬-৭ এর ছোট্ট তৈমুর।’
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও, তাকে বেশ কিছুদিন থাকতে হবে খুব সাবধানে। যাতে কোনওরকম ইনফেকশন না ছড়ায়। প্রসঙ্গত, সাইফকে ছুরি দিয়ে ছ’বার কোপ মারা হয়েছিল। যখন তিনি হাসপাতালে পৌঁছান, তখন তার পিঠের ভিতর গেঁথে ছিল ওই ছুরির একটা টুকরো। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেই ছবি।
মুম্বাই পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাস করেছেন। এবং একজন সন্দেহভাজনকে আটক করেছেন। বান্দ্রা এলাকার সৎগুরু শরণ বিল্ডিংয়ের বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করছে পুলিশ।
সারাবাংলা/এজেডএস