Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৩ টাকায় দেখা যাচ্ছে শাকিবের ‘দরদ’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ জানুয়ারি ২০২৫ ১৭:২৮ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৭:৩০

‘দরদ’-এর একটি দৃশ্যে শাকিব খান ও সুনিধি চৌহান

প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে দাবি করা শাকিব খানের ‘দরদ’ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। মাত্র ৩৩ টাকায় ছবিটি দেখা যাচ্ছে ‘আই স্ক্রিন’-এ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে শাকিব ভক্তরা ছবিটি উপভোগ করতে পারছেন।

গত বছরের ১৫ নভেম্বর মুক্তি পায় শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত ‘দরদ’ সিনেমাটি। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হত এটি। তবে এখন পর্যন্ত সিনেমাটি ভারতে মুক্তি পায়নি।

বিজ্ঞাপন

ভারতে মুক্তি পাওয়ার আগেই কেনো ওটিটিতে মুক্তি দেওয়া হলো ‘দরদ’? এই প্রশ্নের জবাবে সিনেমার নির্মাতা অনন্য মামুন বলেন, ‘ওটিটিতে টাকা পাবো তাই মুক্তি দিয়েছি। টাকাটা মুখ্য। ভারতে মুক্তি পাবে কী পাবে না, সেটি আমাদের দেখার বিষয় নয়। সেটির দায়িত্ব ভারতীয় টিমের।’

‘দরদ’ সিনেমাটির গল্পে একের পর এক প্রভাবশালী ব্যক্তিকে খুন হতে দেখা যায়। সবার সন্দেহ হয় দুলু মিয়া নামের এক আটোরিকশা চালককে। দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। প্রেমের গল্পের আবহে সিনেমাটি মূলত সাইকোথ্রিলার।

উল্লেখ্য, ‘দরদ’ সিনেমাটি পাকিস্তানেও মুক্তি পায়। তবে উল্লেখযোগ্য সাড়া মেলেনি।

সারাবাংলা/এজেডএস

দরদ শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর