Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজুর ‘কেন বা এলে জীবনে’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ জানুয়ারি ২০২৫ ১৩:১০

প্রকাশিত হলো গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী বেলাল হোসেন রিজুর প্রথম মৌলিক গান ‘কেন বা এলে জীবনে’। গানটি প্রকাশ করেছে দেশের জনপ্রিয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস)।

বেলাল হোসেন রিজু ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতায় বিজয়ীদের একজন। ডিএমএস জানায়, তাদের আমার গান প্রতিযোগিতায় সারাদেশ থেকে দশ হাজারেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। সেখান থেকে প্রথমে সেরা ১০০জন নির্বাচিত করে প্রতিষ্ঠানটি। এরপর সেরা ১০০ থেকে চুলচেড়া বিশ্লেষন করে নির্বাচিত করা হয় সেরা ২০ জনকে। পর্যায়ক্রমে এই সেরা ২০ জনের গান প্রকাশের সিদ্ধান্ত নেয় ডিএমএস। বেলাল হোসেন রিজুর গান দিয়ে শুরু হলো তাদের এই গান প্রকাশের মিছিল।

বিজ্ঞাপন

প্রতিযোগিতাটির বিচারকার্য সম্পাদনের দায়িত্ব পালন করেছেন বাংলা সঙ্গীতের কিংবদন্তি থেকে শুরু করে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত তারাকাগণ। এই তালিকায় আছেন কুমার বিশ্বজিত, বাপ্পা মজুমদার, তরুন মুন্সী, মিলন মাহমুদ, ইমরান মাহমুদুল, কিশোর দাস, বেলাল খান, কাজী শুভ ও শাওন গানওয়ালা।

নিজের প্রথম মৌলিক গান নিয়ে উচ্ছ্বসিত রিজু জানালেন, ‘ডিএমএস আমাকে এক নতুন দুনিয়ায় বিচরণ করার সুযোগ করে দিয়েছে। নিজের লেখা, সুর করা এবং গাওয়া গান নিয়ে যখন দ্বিধায় ভুগছিলাম তখই ধ্রুব মিউজিক আমার গান’র দুয়ার খুললো আমাদের জন্য। আমি চেষ্টা করেছি। গান প্রকাশের পর অনেকেই সাধুবাদ জানাচ্ছে।’

‘কেন বা এলে জীবনে’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে। গানটির সংগীতায়োজনে ছিলেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। আর ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

কেন বা এলে জীবনে ধ্রুব মিউজিক আমার গান রিজু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর