Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ প্যানারোমায় সেরা মেহজাবীনের সিনেমা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৬:৪৬

‘প্রিয় মালতী’-র একটি দৃশ্যে মেহজাবীন

২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারোমা সেকশনে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘প্রিয় মালতী’। বাংলাদেশ প্যানারোমা সেকশনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এ পুরস্কারটি দেয়া হয়েছে ফিপরেসি জুরি কর্তৃক। সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত।

১৯ জানুয়ারি বিকেলে ঘোষণা করা হয় চলচ্চিত্র উৎসবের বিজয়ী সিনেমা ও সিনেমা সংশ্লিষ্টদের নাম। সেখানেই জানানো হয় মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত এবং শঙ্খ দাশগুপ্ত পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘প্রিয় মালতী’র পুরস্কৃত হবার বিষয়টি।

বিজ্ঞাপন

নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, ”দেশে পুরস্কৃত হবার আনন্দ সবচেয়ে বেশি। ‘প্রিয় মালতী’ যখন প্রেক্ষাগৃহে মুক্তি পায় তখনও আমার এমন অনুভূতি হয়েছে। এ সিনেমাটি দেশের বাইরের উৎসবে প্রতিযোগিতা করেছে, সুনাম এনেছে। কিন্তু দেশের উৎসবের এই পুরস্কার আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে বড় পাওয়া।’

সেরা চলচ্চিত্রের পুরস্কার হাতে ‘প্রিয় মালতী’ পরিচালক শঙ্খ দাশগুপ্ত (মাঝে), দুই প্রযোজক আদনান আল রাজীব (বামে) ও রেদওয়ান রনি (ডানে)

১০টি ভিন্ন ভিন্ন বিভাগে ৭৫টি দেশের ২০৩টি চলচ্চিত্র নিয়ে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৯ দিনব্যাপী আয়োজিত এই উৎসবে সরাসরি অংশগ্রহণ করেন ৪৪ জন বিদেশি চলচ্চিত্রকার। চীন ও বাংলাদেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের উদযাপন স্বরূপ এবার উৎসবের ওয়াইড অ্যাঙ্গেল সেকশনটি চীনা চলচ্চিত্রের জন্য উৎসর্গ করা হয়।

গত বছরের ২০ ডিসেম্বর ’প্রিয় মালতী’ মুক্তি পায় প্রেক্ষাগৃহে। স্টার সিনেপ্লেক্সে ২৩ জানুয়ারি পর্যন্ত দেয়া শো–টাইমে প্রদর্শিত হবে সিনেমাটি। এটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড এবং চরকি। সিনেমায় অভিনয় করেছেন রিজভী রিজু, আজাদ আবুল কালাম, নাদের চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রিয় মালতী মেহজাবীন সেরা চলচ্চিত্র