Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে করেছেন তমালিকা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৭:১৯

জীবনসঙ্গী প্রভীনের সঙ্গে তমালিকা কর্মকার

বিটিভির যুগের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। অভিনয় করেছেন বেশ কিছু সিনেমাতেও। গুণী এ অভিনেত্রী গেল ৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সম্প্রতি তার বিয়ের খবর সামনে এসেছে। এ অভিনেত্রী জানিয়েছেন তিনি ৩ বছর আগেই বিয়ে করেছেন।

তমালিকা জানান, তার জীবনসঙ্গীর নাম প্রভীন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে তমালিকা একটা পোস্ট দেন। সেখানে লেখেন, ‘আমি বিয়ের খবর তখনই জানিয়েছি, যখন তিন বছর আগে বিয়ে করেছি। বিয়ের পর প্রতিবছর আমি তাকে (প্রভীন) শুভকামনা জানিয়েছি; এবারই প্রথমবার নয়।’

জানা যায়, ২০২২ সালের ২০ জানুয়ারি বিয়ের কাজ সেরেছেন তমালিকা ও প্রভীন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কাছের কয়েকজন বন্ধুর উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উল্লেখ্য, পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তমালিকা কর্মকার। একটা সময় জানা যায়, যুক্তরাষ্ট্রে বিয়ে করেছেন তিনি। তবে কোনও সূত্রে নিশ্চিত হওয়া যাচ্ছিলো না। তমালিকা ও প্রভীনের বিয়ের খবরটি দু’জনের খুব কাছের মানুষেরা জানতেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয়। এরপর প্রেম, অতঃপর বিয়ে করেন তারা।

সারাবাংলা/এজেডএস

তমালিকা কর্মকার প্রভীন বিয়ে

বিজ্ঞাপন

১২ ডেপুটি জেলালের বদলি
২২ জানুয়ারি ২০২৫ ১৯:২৪

আরো

সম্পর্কিত খবর