Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন কার্টুন সিরিজ নিয়ে ৩০তম সিজনে ‘দুরন্ত’

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:১৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৭:১৯

এই সিজনে থাকছে তিনটি নতুন কার্টুন সিরিজ

২৯ সিজন শেষ করে ২৬ জানুয়ারি (রোববার) থেকে দুরন্ত টিভি শুরু করতে যাচ্ছে ৩০তম সিজনের অনুষ্ঠানমালা। এই সিজনে থাকছে তিনটি নতুন কার্টুন সিরিজ। যারমধ্যে রয়েছে ড্রামা ভিত্তিক প্রি-স্কুল কার্টুন সিরিজ ‘ক্লিও অ্যান্ড কুকিন’, রোমাঞ্চকর অভিযান নিয়ে মজার কার্টুন সিরিজ ‘পোলিনোপোলিস’ এবং কমেডি ধারার কার্টুন সিরিজ ‘PINY ইন্সটিটিউট অফ নিউ ইয়র্ক’। গত সিজনে শুরু হওয়া শিশু স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন’-এর নতুন নতুন পর্ব দেখা যাবে নতুন সিজনেও। এছাড়াও প্রচারিত হবে দুরন্ত টিভির অন্যান্য নিয়মিত অনুষ্ঠান, কার্টুন সিরিজ ও সিনেমা।

বিজ্ঞাপন

ড্রামা ভিত্তিক প্রি-স্কুল কার্টুন সিরিজ ‘ক্লিও অ্যান্ড কুকিন’

ছয় ভাই-বোনের মধ্যে সবচেয়ে বড় ক্লিও। বয়স মাত্র ৮ হলেও দায়িত্ব নিয়ে সে আগলে রাখে ছোটদের। প্রতিদিন তাদের জীবনে আসে নানা ঝামেলা, আর সবাই মিলে তা সমাধান করে ফেলে। ঝামেলা মিটিয়ে শেষে তারা আলোচনা করে, প্রতিদিনের অভিজ্ঞতা থেকে কী শিখলো। সেই আলোচনার মাঝেই ক্লিও শেয়ার করে তার স্বপ্ন, বড় হয়ে সে কী হতে চায়। মজার বিষয় হলো, ক্লিও একেক দিন একেক কিছু হওয়ার পরিকল্পনা করে! ক্লিও ও তার পাঁচ ভাই-বোনের সমস্যা সমাধানের মজার মজার গল্প নিয়েই কার্টুন সিরিজ ‘ক্লিও অ্যান্ড কুকিন’।

ড্রামা ভিত্তিক প্রি-স্কুল কার্টুন সিরিজ ‘ক্লিও অ্যান্ড কুকিন’

ড্রামা ভিত্তিক প্রি-স্কুল কার্টুন সিরিজ ‘ক্লিও অ্যান্ড কুকিন’

‘ক্লিও অ্যান্ড কুকিন’ কার্টুন সিরিজটির কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন শেউঁতি শাহগুফতা। ৩১ জানুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার, সকাল ৭টা ৩০ মিনিট এবং রাত ৯টায় প্রচারিত হবে কার্টুন সিরিজটি।

রোমাঞ্চকর অভিযান নিয়ে মজার কার্টুন সিরিজ ‘পোলিনোপোলিস’

মাইলো, ইউকা এবং তাদের বন্ধুরা পোলিনোপোলিসে থাকে A Magical City- যেখানে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা সময় কাটায়। কখনো নতুন হরর মুভি দেখে তারা ভয়ে কাঁপে, আবার সেই ভয় কাটিয়ে ওঠার উপায় খুঁজে বের করে। তাদের জীবনের প্রতিটি মুহূর্ত একেকটি নতুন অধ্যায়। প্রথমবার বন্ধুত্ব করা, কোথাও প্রথমবার ঘুরতে যাওয়া, কিংবা প্রথম কোনো অ্যাডভেঞ্চারে পা রাখা।

‘পোলিনোপোলিস’ একটি বৈচিত্র্যময় অ্যানিমেশন সিরিজ, যা মাইলো, ইউকা এবং তাদের বন্ধুদের জীবনের প্রথম অভিজ্ঞতার নানা গল্পকে কেন্দ্র করে তৈরি। এই বৈচিত্র্যময় অ্যানিমেশন সিরিজে দেখা যাবে পোলিনোপোলিস শহরে ঘটে যাওয়া এক্সাইটিং এবং মজার সব ঘটনা।

বিজ্ঞাপন
রোমাঞ্চকর অভিযান নিয়ে মজার কার্টুন সিরিজ ‘পোলিনোপোলিস’

রোমাঞ্চকর অভিযান নিয়ে মজার কার্টুন সিরিজ ‘পোলিনোপোলিস’

‘পোলিনোপোলিস’-এ কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন মাহবুব আলম। ৩১ জানুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার দুপুর ১টা ৩০ মিনিট এবং রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে কার্টুন সিরিজটি।

কমেডি ধারার কার্টুন সিরিজ ‘PINY ইন্সটিটিউট অফ নিউ ইয়র্ক’

চৌদ্দ বছর বয়সী মিশেল একজন ডিজাইনার। খুব ছোট বেলা থেকেই ফ্যাশন ডিজাইনার হবার স্বপ্ন দেখে সে। একদিন শহরের নামকরা ফ্যাশন ইন্সটিটিউট PINY ইন্সটিটিউট অফ নিউ ইয়র্ক থেকে স্কলারশিপের প্রস্তাব পায় মিশেল। স্বপ্নকে বাস্তব করতে সে ভর্তি হয়ে যায় শহরের নামকরা ফ্যাশন ইন্সটিটিউটটিতে। কয়েকজন বন্ধুও পেয়ে যায় দ্রুত সেখানে। কিন্তু মিশেলের মেধা দেখে তার ক্লাসের কিছু দুষ্টু মেয়ে তাকে খুব বিরক্ত করে। মিশেলের সমস্ত ডিজাইন করা প্রজেক্ট যেন নষ্ট হয়ে যায় তার জন্য সারাক্ষণ দুষ্টু বুদ্ধি করতে থাকে তারা। মিশেল তার বুদ্ধি, মেধা এবং সাহস দিয়ে দুষ্টু মেয়েদের থেকে নিজেকে রক্ষা করে আর সবকিছু জয় করে নেয়।

কমেডি ধারার কার্টুন সিরিজ ‘PINY ইন্সটিটিউট অফ নিউ ইয়র্ক’

কমেডি ধারার কার্টুন সিরিজ ‘PINY ইন্সটিটিউট অফ নিউ ইয়র্ক’

মিশেল ও তার বন্ধুদের মজার মজার সব ঘটনা নিয়েই ‘PINY ইন্সটিটিউট অফ নিউ ইয়র্ক’। কার্টুন সিরিজটির কন্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব। কার্টুনটি শুরু হচ্ছে ৩১ জানুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার দুপুর ২টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন

শিশুস্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন’-এর নতুন পর্ব দেখা যাবে দুরন্ত টিভির নতুন সিজনে। অনুষ্ঠানটি শিশুদের নানা ধরণের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান। প্রতি পর্বে শিশু বিশেষজ্ঞ একজন অতিথির সাথে নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করবেন একজন তরুণ উপস্থাপক চিকিৎসক। আলোচনার বিষয়বস্তুতে থাকবে শিশুদের নির্দিষ্ট রোগের লক্ষণ, প্রতিকার, রোগ থেকে দূরে থাকার টিপসসহ নানাবিধ পরামর্শ। শিশুস্বাস্থ্য নিয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিই এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য।

‘দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন’, অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। প্রচারিত হবে প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট, সন্ধ্যা ৭টা ও রাত ১২টা ৩০ মিনিটে।

দুষ্টু মিষ্টি

বন্ধুত্বের দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প বলা আর মজার মজার খেলায় মেতে ওঠার অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’। অনুষ্ঠানটিতে দুজন বন্ধু ছাড়াও দেখা যাবে পাপেট পড়শী ও বাবুইকে। এছাড়াও থাকবে একজন মামা, যিনি মজার মজার গল্পে মেতে ওঠেন সবার সাথে।

দুষ্টু মিষ্টি অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জামাল হোসেন আবির। অনুষ্ঠানটির প্রচার শুরু হবে ২৬ জানুয়ারি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা ও রাত ৮টা ৩০ মিনিটে।

পোলিনোপোলিস

পোলিনোপোলিস

বর্ণমালার ঘর

একটি পাপেট পরিবার ও তাদের আশপাশের কিছু মানব চরিত্র নিয়ে ‘বর্ণমালার ঘর’ ধারাবাহিকের কাহিনী। অনুষ্ঠানটিতে দেখা যাবে দৈনন্দিন নানান ঘটনার মধ্য দিয়ে শিশুরা শিখতে পারবে বাংলা বর্ণমালা ও তার প্রয়োগ। এছাড়াও ধারাবাহিকটিতে আছে বর্ণমালা নিয়ে মজার মজার গান, অ্যানিমেশন ও অক্ষর দিয়ে অরিগ্যামি। পাপেট ছাড়াও এখানে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, চিত্রলেখা গুহ, আনন্দ খালেদ, সজল ও রোকসানা রুমা।

পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির-এর পরিচালনায় ‘বর্ণমালার ঘর’ প্রচারিত হবে ২৬ জানুয়ারি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা ও রাত ৯টায়।

এছাড়াও দুরন্ত টিভির নতুন সিজনে থাকবে পাপেট-শো ‘খাট্টা মিঠা’, গান শেখার অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়- সিজন ২’, ছবি আঁকার অনুষ্ঠান ‘আমার ছবি আমার গল্প- সিজন ২’, ‘সিসিমপুর’, ধারাবাহিক নাটক ‘অবন্তী কাণ্ড’, ক্র্যাফটিং ভিত্তিক অনুষ্ঠান ‘দি আর্ট রুম’, কার্টুন সিরিজ ‘১০০% উলফ লিজেন্ড অফ দ্য মুনস্টোন’, ‘সুইট লিটল মনস্টারস্’, ‘মিয়া অ্যান্ড মি’, ‘মিনেস্কিউল’ ইত্যাদি।

সারাবাংলা/এএসজি

৩০তম সিজন দুরন্ত টিভি

বিজ্ঞাপন

প্রথম হারে টনক নড়েছে রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৯:১৩

আরো

সম্পর্কিত খবর