Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়া আহসানের ‘বাগান বিলাস’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ১৮:৫০ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৮:৫৪

জয়া আহসান

জয়া আহসান অভিনীত নতুন মিউজিক্যাল ফিল্ম ‘বাগান বিলাস’। শনিবার (২৫ জানুয়ারি) জয়া তার ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানিয়েছেন, ২৭ জানুয়ারি (সোমবার) রাত ৯ টায় মুক্তি পাবে।

অভিনেত্রী পোস্টে লিখেছেন, “আমাদের ‘বাগান বিলাস’, ২৭ জানুয়ারি, রাত ৯ টায়।”

২০ জানুয়ারি এই কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সাথে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, তাদের সাথে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার পালা এবার ফুরোতে চলেছে।

জয়া আহসান, প্রীতম হাসান ও এলিটা করিম

প্রীতম হাসান গানের পাশাপাশি ভালো অভিনয়ও করেন। ‘বাগান বিলাস’- এ জয়ার সঙ্গে কাজ করা নিয়ে খুবই উচ্ছ্বসিত। এর আগে এ বিষয়ে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জয়া আপুর সঙ্গে এটিই আমার প্রথম স্ক্রিন শেয়ার করা। এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। সাথে এলিটা করিমও আছেন। আশা করি এটি দারুণ কিছু হবে।’

আহসান সম্প্রতি তাকে দেখা গেছে নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজ ‘২ষ’- তে। অন্যদিকে প্রীতম হাসান দেশের একজন মেধাবী সংগীতশিল্পী। পাশাপাশি তিনি অভিনয়ও করেন। এলিটা করিমও নিজের অবস্থানে সমুজ্জ্বল।

উল্লেখ্য, ‘বাগান বিলাস’ পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।

সারাবাংলা/এজেডএস

জয়া আহসান বাগান বিলাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর