তিন তারকাকে নিয়ে ‘ইনসাফ’
২৬ জানুয়ারি ২০২৫ ১৮:১০
তাসনিয়া ফারিণ ও শরীফুল রাজকে নিয়ে ‘ইনসাফ’ নির্মাণ করছেন সঞ্জয় সমদ্দার─এমন খবর অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো। এতদিন খবরটির সত্যতা নিশ্চিত করেননি সঞ্জয়। তবে এবার সত্যতা নিশ্চিতের পাশাপাশি জানালেন ছবিটিতে আরও থাকছেন মোশাররফ করিম।
আগামী মাসে ‘ইনসাফ’-এর শুটিং শুরু হবে। ইতোমধ্যে শিল্পীদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
নির্মাতা সঞ্জয় বলেন, সিনেমা নির্মাণের আগে তো অনেকের সঙ্গেই কথা হয়। অডিশন পর্ব হয়। যার সঙ্গে ব্যাটেবলে মিলে যায় তখনই তাকে কাস্ট করা হয়। আমি এখন সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি। শিগগিরই অফিসিয়ালি জানাব।
অ্যাকশন থ্রিলার ধাঁচে এ সিনেমাটি প্রযোজনা করছে তিতাস কথাচিত্র। ঘোষণার আগে মুখ খুললতে চাইলেন না সঞ্জয় সমাদ্দার। তবে জানা গেল, বড় কোনো উৎসবে মুক্তির লক্ষ্যেই ইনসাফ নির্মাণ হচ্ছে।
কলকাতার নায়ক জিৎ ও বাংলাদেশের মিমকে সঞ্জয়ের প্রথম সিনেমা ‘অমানুষ’।
সারাবাংলা/এজেডএস