Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিন্দি গানে প্রিয়া অনন্যা ও সাজ্জাদ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৭:৫৬

প্রিয়া অনন্যা ও সাজ্জাদ চৌধুরী

এ সময়ের মডেল-অভিনয়শিল্পী প্রিয়া অনন্যা ও সাজ্জাদ চৌধুরী। একসঙ্গে বেশকিছু মিউজিক ভিডিওতে তাদের দেখা গেছে। অন্যদিকে, আইটেম গানে আবেদনময়ী লুকে ধরা দিয়ে এরই মধ্যে নিজেকে জানান দিয়েছেন প্রিয়া। বর্তমানে মিউজিক ভিডিওতে সমানতালে কাজ করছেন তারা।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি এই জুটি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ ও লন্ডন প্রবাসী আলোচিত কণ্ঠশিল্পী রুবাইয়েত জাহানের গানের ভিডিওতে মডেল হয়েছেন। গানের শিরোনাম ‘তু হ্যায় জানে মেহবুবা’। গানের কথা লিখেছেন রুবাইয়েত জাহান এবং সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ।

বিজ্ঞাপন

সম্প্রতি এফডিসিতে বড় আয়োজনে গান চিত্রের শুটিং হয়েছে। মিউজিক ভিডিও কোরিওগ্রাফি করেছেন চলচ্চিত্রের নৃত্য পরিচালক হাবিবুর রহমান। সম্প্রতি গান-ভিডিও টি সিরিজ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

এ প্রসঙ্গে প্রিয়া অনন্যা বলেন, ‘গানের কথাগুলো সুন্দর।গানটিতে আমাকে আফগানিস্তানের লুকে দেখা যাবে। এ গানে খল অভিনেতা ডন ভাই মুছা মাফিয়া চরিত্রে ছিলেন। আর আমি ও সাজ্জাদ ইন্ডিয়ান পুলিশ চরিত্রে অভিনয় করেছি।ছদ্মবেশ আইটেম গারল হয়ে পুরো কাজটা খুব ইঞ্জয় করেছি।আমি বর্তমানে ওয়েবফিল্ম, টিভিসি, ওভিসি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি।’

সারাবাংলা/এজেডএস

প্রিয়া অনন্যা সাজ্জাদ চৌধুরী হিন্দি গান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর