Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বরবাদ’ শেষ করলেন শাকিব খান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ১৮:১৪

শাকিব খান

রোজার ঈদকে টার্গেট করে নির্মিত হচ্ছে ‘বরবাদ’। ছবিটিতে দ্বিতীয় লটে দুসপ্তাহ শুটিং শেষ করে দেশে ফিরেছেন শাকিব খান। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলের একটি ফ্লাইটে তিনি দেশে আসেন।

শাকিব খান বলেন, বরবাদ নিয়ে দর্শকদের যে প্রত্যাশা তৈরি হয়েছে আমার বিশ্বাস সেটা পূরণ হবে। এটা অনেক বিগ স্কেলের ছবি। সবমিলিয়ে ভালো কিছু পেতে যাচ্ছে দর্শক।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবি ‘বরবাদ’। এটি পরিচালকের প্রথম ছবি। তিনি জানান, এটি অ্যাকশন ভায়োলেন্স রোম্যান্টিক ধাঁচের ছবি। তিনি নির্মাণে কোনো ত্রুটি রাখেননি।

গেল ডিসেম্বরে শাকিবের ‘বরবাদ’-এর মোশন পোস্টারটি প্রকাশের পরেই ছড়িয়ে যায় অন্তর্জালে। চারদিক থেকে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিজ্ঞাপন

প্রকাশিত লুকে দেখা যায়, নিউ লুকে বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে সামনে অ্যাকশন মুডে বসে আছেন শাকিব। তার হাতে পিস্তল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত! তার আগে দেখা যায় শহরজুড়ে ধ্বংসজজ্ঞের আভাস। সবকিছু লণ্ডভণ্ড করে বেরিয়ে আসে আগুনে কুন্ডুলি। জানিয়ে দেয়া হয়, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে ‘বরবাদ’।

বরবাদ ছবিতে শাকিব খানের সঙ্গে রয়েছেন প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইধিকা পাল। একটি আইটেম গানে দেখা যাবে, কলকাতার নায়িকা নুসরাত জাহানকে।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

আরো