Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্ঘটনার শিকার সালমানের বোন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১৫:২৬

সম্প্রতি শোনা যায় যে শুটিংয়ে দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী অর্চনা পুরাণ সিং। একটি ছবির শুটিং চলাকালীন এক দুর্ঘটনায় হাত ভাঙে তার, মুখেও একাধিক আঘাত লাগে। এবার ফের দুর্ঘটনার শিকার বলিউডের আরেক সেলেব্রিটি। ভয়ংকর আহত হয়েছেন সলমান খানের পাতানো বোন, যিনি পুলকিত সম্রাটের প্রাক্তন স্ত্রী, শ্বেতা রোহিরা। শরীরে একাধিক জায়গায় আঘাত লেগেছে তার ভর্তি রয়েছেন হাসপাতালে।

সোশ্যাল মিডিয়ায় নিজের দুর্ঘটনার কথা জানান শ্বেতা। হাসপাতালের বিছানা থেকেই একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। সেখানেই তিনি লেখেন, কীভাবে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে খানিক ক্ষতবিক্ষত তার মুখের কিছু অংশ, জড়ানো ব্যান্ডেজ, স্লিংয়ে ঝোলানো হাত এবং ব্যান্ডেজ মোড়া পা-ও। ঠোঁট কেটে ফালাফালা হয়ে গিয়েছিল, এখন ঠোঁটের উপর আড়াআড়িভাবে সেলাই করা হয়েছে। এখনও হাসপাতালেই রয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সমাজমাধ্যমে সেই দুর্ঘটনার দিনের বিবরণ খানিক মজা করেই দিয়েছেন অভিনেত্রী, ” হয়তো একদিন আপনি ‘কল হো না হো’ গানের সুর ভাঁজতে ভাঁজতে পরিকল্পনা এঁটেছেন সারাদিনটি কীভাবে সামলাবেন। অন্যদিকে জীবন হাসতে হাসতে আপনার দিকে পাঠিয়ে দিল দুরন্ত গতিতে ছুটতে থাকা একটি বাইক… গুরুতর চোট, একাধিক ভাঙা হাড় নিয়ে হাসপাতালের বিছানায় পড়ে থাকাটা মোটেই আমার পরিকল্পনায় ছিল না। তবে ওই যে জীবন…সে মাঝেমধ্যে আপনাকে নাড়িয়ে, ঝাঁকিয়ে দেয় আচমকা। তা ভাঙতে নয় বরং আরও শক্ত করে তুলতে। আসলে, কোনওকিছু ভাঙলে তবেই না নতুন কিছু শুরু হবে। “

সারাবাংলা/এজেডএস

শ্বেতা রোহিরা সালমানের বোন