Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ হলে মুক্তি পেল ‘বলী’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩১

বলি: দ্য রেসলার ছবির একটি দৃশ্য

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসা কুড়ানোর পর এবার দেশের সিনেমা হলে মুক্তি পেল ইকবাল হোসেন চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘বলী’। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেল৷ নির্মাতাসূত্রে জানা গেছে, রাজধানীসহ দেশের ৮টি সিনেমা হলে ছবিটি চলছে।

স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা- সিটি), স্টার সিনেপ্লেক্স (বালি আর্কেড, চট্টগ্রাম), ব্লক বাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি), গ্রান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স (রাজশাহী), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ সিনেপ্লেক্স (নারায়ণগঞ্জ) এবং মম ইন (বগুড়া) দেখা যাচ্ছে বলী।

বিজ্ঞাপন

২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘বলী’ সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হয়েছে। সর্বশেষ, এটি ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে মনোনীত ও প্রদর্শীত হয়।

চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলের ঐতিহ্যবাহী কুস্তি খেলা ‘বলী’কে কেন্দ্র করে গড়ে ওঠা এক অনন্য কাহিনী নিয়ে নির্মিত এই ছবি। পরিচালকের বাড়িও চট্টগ্রামে।

২০২১ সালে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ‘বলী’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়াও, অভিনয় করেছেন প্রিয়ম আর্চি, এ কে এম ইতমাম ও অ্যাঞ্জেল নূর।

সারাবাংলা/এজেডএস

বলি

বিজ্ঞাপন

নতুন স্বাদে কাঁচা কাঁঠাল
১৯ এপ্রিল ২০২৫ ১৬:৫৭

এবার ধোনির দলে 'বেবি এবি'
১৯ এপ্রিল ২০২৫ ১৬:৫০

আরো

সম্পর্কিত খবর