Saturday 08 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাফিন আহমেদকে উৎসর্গ করে কনসার্ট

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৯

শাফিন আহমেদ

ব্যান্ড তারকা শাফিন আহমেদ গত বছরের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গিয়েছিলেন। সেখান থেকে আর ফেরা হয়নি তার। গত ২০ জুলাই ভার্জিনিয়ায় দ্বিতীয় কনসার্ট শুরুর আগে অসুস্থ বোধ করলে মাইলসের এই তারকাকে ভর্তি করা হয় হাসপাতালে। দুদিন লাইফ সাপোর্টে থাকার পর ২৪ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

দেখতে দেখতে শাফিন চলে যাওয়ার প্রায় সাত মাস হতে চললো। তাকে ট্রিবিউট করে এবার আয়োজন করা হয়েছে কনসার্ট। ১৩ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের আলোকিত অনুষ্ঠিত হবে ‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ শিরোনামের কনসার্টটি। ১৪ ফেব্রুয়ারি শাফিনের জন্মদিন। এর আগেই হচ্ছে কনসার্টটি।

বিজ্ঞাপন

এ অনুষ্ঠানে গানে গানে শাফিনকে স্মরণ করবে দেশের সেরা পাঁচটি ব্যান্ড। সেগুলো হলো─মাইলস, দলছুট, ফিডব্যাক, আর্টসেল, অ্যাভয়েড রাফা, র‍্যাপার অজি। এ ছাড়া দেখানো হবে শিল্পীর জীবন ও ক্যারিয়ারের আলোকে তৈরি একটি ডকুমেন্টারিও।

শাফিন আহমেদ মারা যাওয়ার পর স্থবির হয়ে পড়েছিল তার ফেসবুক পেজের কার্যক্রম। গত বৃহস্পতিবার এই পেজে তার পরিবার থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, পেজটিতে এখন থেকে নিয়মিত শাফিন আহমেদের গান, বিভিন্ন সময়ের স্মৃতি শেয়ার করা হবে। এমনটা জানানোর এক দিন পরই পেজটি শাফিন আহমেদ স্মরণে কনসার্টের খবর দিয়েছে।

সেখানে কনসার্টের বিস্তারিত তথ্য জানিয়ে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সংগীতের একজন সত্যিকারের আইকন শাফিন আহমেদের জীবন ও সমৃদ্ধ কর্মজীবন স্মরণ করার জন্য অবিস্মরণীয় এক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ইকোস অব আ লিজেন্ড তাকে উৎসর্গ করে কেবল একটি কনসার্ট নয়, রক ও পপ জগতে শাফিন আহমেদের অতুলনীয় অবদানের কথা তুলে ধরা হবে এ আয়োজনে।’

বিজ্ঞাপন

‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ কনসার্টটি আয়োজন করেছে ভেলভেট ইভেন্টস। ইতিমধ্যে গেট সেট রক ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট; দাম ৩ হাজার টাকা (ভিআইপি) ও ১ হাজার ৫০০ টাকা (রেগুলার)। আয়োজন শুরু হবে ১৩ ফেব্রুয়ারি রাত ৯টায়। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।

সারাবাংলা/এজেডএস

কনসার্ট শাফিন আহমেদ

বিজ্ঞাপন

বাংলাদেশের পাসপোর্টের ৪ ধাপ উন্নতি
৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০১

মেলার ৮ম দিনে এলো ১০২টি বই
৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩১

আরো

সম্পর্কিত খবর