Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনয় থেকে অবসর নিচ্ছেন অমিতাভ!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫০

অমিতাভ বচ্চন

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। বিভিন্ন সময়েই নিজের জীবনের প্রত্যেকটি মুহূর্ত শেয়ার করেন ভক্তদের সঙ্গে। পাশাপাশি নিয়মিত ব্লগও লেখেন।

এবার সেই সোশ্যাল মিডিয়াতে এমন এক পোস্ট করলেন, যা দেখে হতবাক নেটিজেনরা! অনুরাগীরা অমিতাভের পোস্ট দেখে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন।

শুক্রবার রাতে হঠাৎই নিজের এক্স-এ (টুইটার) বিগ বি লিখলেন, ‘টাইম টু গো…’ অর্থাৎ চলে যাওয়ার সময় এসেছে। এই পোস্ট দেখেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, কোথায় চলে যাওয়ার কথা লিখেছেন শাহেনশাহ? সব ঠিক আছে তো?

অমিতাভ অবশ্য তার পোস্টে রহস্য জিইয়ে রেখেছেন। তিনি ঠিক কী ছেড়ে চলে যেতে চাইছেন, তা স্পষ্ট করেননি। বলিপাড়ার গুঞ্জন বলছে, অভিনয় জগত থেকে অবসর নিতে চলেছেন অমিতাভ বচ্চন।

এমনকী, শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি অবসর ঘোষণা করতে পারেন বলিউডের অ্যাংরি ইয়ংম্যান। এই মুহূর্তে কৌন বানেগা ক্রোড়পতি সঞ্চালনা করছেন অমিতাভ। ব্যারিটন আওয়াজে বরাবরের মতোই মুগ্ধ করছেন অনুরাগীদের। ৮২ বছর বয়সে এসে এখনও চ্যালেঞ্জ ছুঁড়ছেন নতুন প্রজন্মকে।

সেই অমিতাভই হয়তো এবার অবসরের পথে। তবে গুঞ্জন রটলেও, এই নিয়ে মুখ খোলেননি বচ্চন পরিবার।

সারাবাংলা/এজেডএস

অভিনয় থেকে অবসর অমিতাভ বচ্চন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর