Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাহিমের ভালোবাসার গান ‘আদুরে দিন’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৯

ফাহিম ইসলাম

প্রতি বছরই ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে হাজির হন সংগীতশিল্পী ফাহিম ইসলাম। ভক্তদের জন্য সুখবরও হলো এবারও ভালোবাসার দিনটিকে রাঙাতে আসছেন তিনি।

ফাহিমের এবারের গানের শিরোনাম ‘আদুরে দিন’। এটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন মিনহাজ জুয়েল। মিক্স-মাস্টারিং করেছেন আদিব কবির।

রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশন ও ইনডোরে শুটিং করে গানটির ভিডিওচিত্র নির্মাণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন নয়ন সানি ও ফারিয়া। ডেডলাইন স্টুডিওস লিমিটেডের ব্যানারে ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

গান-ভিডিওটি নিয়ে ফাহিম ইসলাম বলেন, ‘ভালোবাসার মানুষটির জন্য সবাই নিজেদের সব আনন্দ-খুশি সাজিয়ে রাখেন। একের উপস্থিতি, স্পর্শ অন্যকে সুখী করে তোলে। দুজনের ভালোবাসার এমন মিষ্টি অনুভূতি নিয়েই গানটির গল্প। দর্শক-শ্রোতারা পছন্দ করলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’

বিজ্ঞাপন

গানটির মুখ— ‘তোর সাথে যাবো বলে, আজ দেখা পাবো বলে, যতো ইচ্ছে খুশি সাজিয়েছি/তুই এসে ছুঁয়ে দিলে, সব ব্যথা ধুঁয়ে দিলে, দূরে ভেসে যেতে রাজি আছি/ তুই আমার বৃষ্টি রোদে, আদুরে এক দিন/ কাছে এলে ভালো থাকে, এই মন গহীন’।

আগামী ১৪ ফেব্রুয়ারি ইউটিউবে ডেডলাইন মিউজিক চ্যানেলে ‘আদুরে দিন’ উন্মুক্ত করা হবে।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩০

আরো

সম্পর্কিত খবর