Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইফ-কারিনার সংসার ভাঙার গুঞ্জন!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৬

বলিউডের অন্যতম সুখী দম্পতি বলা কারিনা কাপুর ও সাইফ আলী খানকে। গেল মাসে আততীয় হামলায় আহত হন সাইফ। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তিনি এখন বাসায় বিশ্রামে আছেন। ঘটনার রেশ না কাটতে কাটতে কিনা এলো এ তারকা দম্পতির সংসার ভাঙার গুঞ্জন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেবোর ইনস্টাগ্রাম স্টোরি দেখে শোরগোল পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিয়ে-ডিভোর্স নিয়ে কী এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কারিনা, যা নিয়ে এত হইচই শুরু হয়েছে?

কারিনা লিখেছেন, ‘বিয়ে, বিবাহবিচ্ছেদ, উদ্বেগ, সন্তানের জন্ম, প্রিয়জনের মৃত্যু কিংবা প্যারেন্টিং, এই বিষয়গুলোর প্রকৃত অর্থ তুমি তখনই বুঝতে পারবে, যখন এগুলো তোমার জীবনে বাস্তবে ঘটবে। বাস্তব জীবনে প্রচলিত থিওরি কিংবা অনুমান দিয়ে কোনও কাজ হয় না। যতক্ষণ না জীবন তোমাকে কঠোর পরিস্থিতিতে ফেলে বিনীত থাকার পাঠ দেয়, তার আগ পর্যন্ত তুমি মনে করো তুমিই সবচেয়ে বেশি স্মার্ট।’

বিজ্ঞাপন

এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হলেও একাংশের অনুমান, বেবো এমনিই এমন দার্শনিক পোস্ট করেছেন। অনেকে মনে করছেন, সাইফের ওপর হামলার পেছনে কারিনার হাত রয়েছে বলে যে গুজব ছড়িয়েছে, সেটিরই জবাব দিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, ১৬ জানুয়ারি গভীর রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় সাইফ যখন হাসপাতালে গিয়েছিলেন, কারিনা সঙ্গে যাননি। তাতে কারিনাকে নিয়ে নানা গুজব ছড়াতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলতে শুরু করেন, ওই রাতে কারিনা ‘মদ্যপ’ ছিলেন, তাই তিনি হাসপাতালে যাননি।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩০

আরো

সম্পর্কিত খবর