Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুটি হলেন সোহেল মণ্ডল ও তানিয়া

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৮

 

এ সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা সোহেল মণ্ডল। নিয়মিত অভিনয় করছেন তিনি। এরই মধ্যে বেশকিছু নাটকে সাবলীল অভিনয় দিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেতা। যার পরিপ্রেক্ষিতে এখন বুঝেশুনে পা ফেলছেন তিনি। সোহেল ভালোবাসা দিবস উপলক্ষে সম্প্রতি অভিনয় করেছেন ‘সমুদ্রনীলা’ নামের একটি একক নাটকে। তার বিপরীতে অভিনয় করেছে তরুণ অভিনয়শিল্পী তানিয়া ইসলাম। আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে নাটকটি পরিচালনা করেছেন ইমরান হাসান।

বিজ্ঞাপন

নাটকটিতে সমুদ্র চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। এ নিয়ে তিনি বলেন, ‘প্রেমের গল্পে নাটকটি নির্মিত হয়েছে। কক্সবাজারে ঘুরতে গিয়ে গল্পের নায়িকার সঙ্গে দেখা হয়। একটা সময় বুঝতে পারি আমরা পূর্ব পরিচিত। এ থেকে দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয়। ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। আশা করছি, ভালোবাসার গল্পের নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

‘লেডি বাইকার’ নাটকের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন তানিয়া ইসলাম। ‘সমুদ্রনীলা’ তার অভিনীত দ্বিতীয় নাটক। রোমান্টিক জনরার নাটকটি নিয়ে আশাবাদী তরুণ এই অভিনয়শিল্পী। এ প্রসঙ্গে তানিয়া বলেন, ‘কাজটি করে দারুণ অভিজ্ঞতা হয়েছে। এবারই প্রথম রোমান্টিক গল্পে কাজ করেছি। নতুন হিসেবে সোহেল ভাই ও পুরো টিম বেশ সহযোগিতা করেছেন। আশা রাখি, আমাদের প্রথম জুটির নাটকটি সবার পছন্দ হবে।’

প্রথমবারের মতো নাটক পরিচালনা করেছেন সিঙ্গাপুর প্রবাসী ইমরান হাসান। নাটকটি নিয়ে তিনি বলেন, ‘এর আগে আমি প্রযোজনা করলেও এবারই প্রথম নির্মাণ করেছি। গল্পটি যখন শুনি বেশ ভালো লাগে। তাৎক্ষণিক সিদ্ধান্ত নেই আমি পরিচালনা করব। নির্মাণে প্রথম হলেও আশা করি দর্শক কোনো ক্রটি খুঁজে পাবে না। এ সময়ের দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই পরিচালনা করেছি। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’

বিজ্ঞাপন

জানা গেছে, ভালোবাসা দিবস উপলক্ষে ‘সমুদ্রনীলা’ নামের বিশেষ নাটকটি বুধবার (১২ জানুয়ারি) দুপুরে বারফি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। নাটকটিতে একটি গান ব্যবহার করা হয়েছে। ‘একটু আড়াল হলে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন এবং সংগীতায়োজন করেছেন শাকির হোসেন রাজ। সম্প্রতি কক্সবাজারের মনোরম লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।

সারাবাংলা/এজেডএস

তানিয়া সমুদ্রনীলা সোহেল মণ্ডল

বিজ্ঞাপন

ডিএনসিসির নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

ভাঙা ট্রলিই সচল রেখেছে বেলালের জীবন
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

জুটি হলেন সোহেল মণ্ডল ও তানিয়া
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৮

আরো

সম্পর্কিত খবর