Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে তিশা–প্রীতম যেমন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৯

‘ঘুমপরী’র একটি দৃশ্যে তানজিন তিশা ও প্রীতম হাসান

ভালোবাসায় মোড়ান এক গল্প নিয়ে নির্মিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম ‘ঘুমপরী’। কেমন সেই গল্প? জানতে আর অল্প কিছু দিন অপেক্ষা করতে হবে দর্শকদের। ১৯ ফেব্রুয়ারি রাত ১২টায় (২০ ফেব্রুয়ারি) চরকিতে আসছে ওয়েব ফিল্মটি। তার আগে কিছু ধারণা দিয়েছে ‘ঘুমপরী’র ফোরটেস্ট। যেখানে উঠে এসেছে চরিত্রদের বিভিন্ন মুহূর্ত ও অনুভূতি।

জাহিদ প্রীতমের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন প্রীতম হাসান, তানজিন তিশা, পারশা মাহজাবীন। ফোরটেস্টে তাদের দেখে ধারণা করা যায়, চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পারশাকে দেখা গেছে চিকিৎসকের অ্যাপ্রোনে। বিভিন্ন মুহূর্তে চরিত্রগুলোর আবেগ–উদ্বিগ্নতা কৌতূহলী করে তুলেছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, ‘অপেক্ষায় আছি’।

বিজ্ঞাপন

ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চকিতে আসছে ’ঘুমপরী’। তাই ধারণা করে বলাই যায়, ওয়েব ফিল্মটি দর্শক হৃদয়কে ভালোবাসার গভীর অনুভূতির দিকে নিয়ে যাবে। অভিনয়শিল্পীরা সেই ইঙ্গিতটাই দিয়েছেন। তারা জানিয়েছেন, গল্পটি যে আসলেই গভীর ভালোবাসার তাতে কোনো সন্দেহ নেই।

‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে কাজ করা প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‘কাজটা করব কিনা, প্রথম দিকে এটাই ভাবছিলাম। এত ইমশোনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কিনা, সেটাই চ্যালেঞ্জ ছিল। পরে আমি পরিচালকের সঙ্গে কথা বলি। তিনি আমার চরিত্রকে একভাবে দেখছিলেন, আমি দেখছিলাম ভিন্নভাবে। আলোচনার পর আমরা একটা কমন পয়েন্টে আসতে পারি এবং কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পটিতেই।’

‘ঘুমপরী’র মাধ্যমে চরকির সঙ্গে প্রথমবার কাজ করলের তানজিন তিশা। যদিও নির্মাতা জাহিদ প্রীতমের সঙ্গেও বেশ কিছু কাজ করেছেন অভিনেত্রী, যা পেয়েছে দর্শকপ্রিয়তা। তানজিন তিশা বলেন, “জাহিদ প্রীতম ভাই যখন গল্প বলেছিলেন, তখনই আমার ভালো লেগে যায়। আমি অনেক রকমের কাজ করেছি, এখন আমার এমন কাজ লাগবে, যা একটু আলাদা। ‘ঘুমপরী’ তেমনই একটা গল্প। তাছাড়া চরকির সঙ্গে এমন একটা কাজ দিয়ে আমার শুরু হতে পারে বলে মনে হয়েছে। আমি তো পারফরমেন্সের জায়গা খুঁজি, এখানে সেটা পেয়েছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে। দর্শকরা দেখলেই বুঝতে পারবেন।”

বিজ্ঞাপন

পারশা মাহজাবীন জানালেন, ‘ঘুমপরী’ তার পছন্দের জনরার গল্প। তাই বেশি ভাবতে হয়নি। স্ক্রিপ্টটা পড়ার সঙ্গে সঙ্গেই ভালো লেগে যায়। তিনি বলেন, ‘ভ্যালেন্টাইনে সাধারণত এমন কাজ চোখে পড়ে না। এখানে কাজ করাটা আমার জন্য কঠিনই ছিল বলতে হবে, কারণ আমার দুই ধরনের চরিত্র করতে হয়েছে। ক্যারেক্টার ডেভেলপমেন্টটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।’

১০ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের ‘মন্দ হতো না’ গানের টিজার। গানটির ‘তুমি আমার হলে মন্দ হতো না’ লাইনটি বেশ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানাচ্ছেন শ্রোতারা। দূরত্ব বজায় রেখে ভালোবাসতে চাওয়ার আকুতি কিছু শব্দে–কয়েকটি লাইনে খুব সুন্দরভাবে উঠে আসার কারণেই ভালো লাগছে বলে মনে করছেন শ্রোতারা। কেউ কেউ মনে করছেন ভালোবাসা দিবসকে আরও রাঙিয়ে তুলতে পারে গানটি। এটি গেয়েছেন তরুণ সংগীতশিল্পী অন্তু দাস। মেহেদী হাসানের কথায় গানটির সুর–সংগীত করেছেন কণ্ঠশিল্পী নিজেই।

দর্শকদের উদ্দেশে নির্মাতা জাহিদ প্রীতম জানান, তিনি একটি শুধু ভালোবাসার গল্প বলতে চেয়েছেন। তিনি আশা করছেন সব বয়সী দর্শকই কাজটি পছন্দ করবেন।

সারাবাংলা/এজেডএস

ঘুমপরী তানজিন তিশা প্রীতম হাসান

বিজ্ঞাপন

তাপস রায়ের ‘রসিক শরৎচন্দ্র’ বইমেলায়
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৩

চ্যাম্পিয়নস ট্রফিতে সহ-অধিনায়ক মিরাজ
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৫

আরো

সম্পর্কিত খবর