Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসা দিবসের ছবি ‘ময়না’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৬

ময়না ছবির সংবাদ সম্মেলনে ছবির পরিচালক ও অভিনয়শিল্পীরা

ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশের ১৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ময়না’। এই সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে নবাগত নায়িকা রাজ রিপার। এতে তার বিপরীতে রয়েছে চার জন নায়ক। তারা হলেন, আমান রেজা, কায়েস আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী।

অভিষেক সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত রাজ রিপা। তিনি বলেন, ‘অবশেষে আমার কাঙ্খিত স্বপ্ন পূরণ হচ্ছে, এতে আমি খুশি। দিনটি একটি স্পেশাল দিন। আর এই স্পেশাল দিনে দর্শকদের কাছে ময়না একটি স্পেশাল উপহার হবে এমনটাই আশা করি। সবাইকে অনুরোধ করব আমার অভিনীত প্রথম সিনেমাটি দর্শক হলে গিয়ে উপভোগ করবেন।’

বিজ্ঞাপন

অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মোংলা বাগেরহাট থেকে ঢাকায় এসেছিলেন রাজ রিপা। জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার পর পরিচালকদের নজরে আসেন এই অভিনেত্রী। পরে ‘মুক্তি’ নামে সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। কিন্তু মুক্তি সিনেমাটি মুক্তির আগেই ‘ময়না’ মুক্তি পাচ্ছে।

মঞ্জুরুল ইসলাম মেঘ পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ‘ময়না’ একটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ পরিচালনা করেছেন পরিচালক নিজেই।

এতে একটি মেয়ের জীবন সংগ্রামের গল্প দেখতে পাবেন দর্শক। সিনেমাটিতে রিপা ছাড়া আরও অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন নায়ক শিশির সরদার, নায়িকা এঞ্জেলা জলি, আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

ময়না রাজ রিপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর