Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না ফেরার দেশে প্রতুল মুখোপাধ্যায়

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২২

প্রতুল মুখোপাধ্যায়

‘আমি বাংলায় গান গাই’খ্যাত শিল্পী বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। ভারতীয় গণমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালটিতে বছরের শুরুতে করা হয় প্রতুল মুখোপাধ্যায়কে। তাকে স্নায়ু ও নাক-কান-গলা বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা যায়, অস্ত্রোপচারের পর হৃদ্রোগে আক্রান্ত হন প্রতুল। এরপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। সঙ্গে আবার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ ও নিউমোনিয়া। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে।

বিজ্ঞাপন

১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। দেশভাগের সময় সপরিবার ভারতে পাড়ি জমান তিনি। ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন। তাঁর অনেক সৃষ্টির মধ্যে ‘আমি বাংলায় গান গাই’ গানটি বিশেষভাবে সমাদৃত। গানটি ২০১১ সালের মার্চে প্রকাশিত হয়।

উল্লেখ্য, প্রতুল মুখোপাধ্যায়ের জনপ্রিয় অ্যালবামের মধ্যে রয়েছে ‘পাথরে পাথরে নাচে আগুন’, ‘যেতে হবে’, ‘ওঠো হে, স্বপ্নের ফেরিওয়ালা’, ‘তোমাকে দেখেছিলাম’, স্বপনপুরে’, ‘অনেক নতুন বন্ধু হোক’, ‘হযবরল’, ‘দুই কানুর উপাখ্যান’, ‘আঁধার নামে’ ইত্যাদি।

সারাবাংলা/এজেডএস

প্রতুল মুখোপাধ্যায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর