Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার তুরস্কের তিন ছবি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৪ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৬

টেলিভিশন চ্যানেলগুলোতে বাংলায় ডাবিংকৃত তুরস্কের সিরিজ অনেক জনপ্রিয়। সে ধারাবাহিকতায় এবার দেশের চ্যানেলে দেখানো হচ্ছে তুরস্কের ছবি। সিরিজের মত ছবিও দেখানো হবে বাংলায় ডাবিং করে। তবে টিভিতে নয়, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে।

গেল ১৪ ফেব্রুয়ারি থেকে ৩টি তুরস্কের ছবি দেখা যাচ্ছে। এগুলো হলো—‘লাভ লাইক ইউ’, ‘টু ডাই ফর’ এবং ‘মাই ব্রাদার’।

লাভ লাইক ইউ

আলী সমুদ্রতীরবর্তী গ্রামের একজন জেলে। সে মাছ ধরে আর তার বন্ধুর সাথে সমুদ্রতীরে পারিবারিক রেস্তোরাঁ চালায়। একদিন দেনিয নামের সুন্দরী আর রহস্যময় এক মেয়ে গ্রামে আসে। কে সে? কী তার পরিচয়? কেন সে ওই গ্রামে এসেছে? তা কেউ জানে না। আলী দেনিযকে দেখে মুগ্ধ হয়ে যায় এবং এক পর্যায়ে তারা ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়ে। বেশ হাসি-আনন্দেই দু’জনের দিন কাটছিল। হঠাৎ তাদের জীবনে দুর্বিষহ এক অতীত হানা দেয়। এমনই এক নিখাদ প্রেমের গল্পের ছবি ‘আশক সানা বেনয্যার’ বা ‘লাভ লাইক ইউ’।

টু ডাই ফর

তুর্কি সীমান্ত ঘেঁষা সিরিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলা উগ্রপন্থীরা তুর্কি সীমান্তেও ঘাঁটি বানিয়েছে। সীমান্ত এলাকা থেকে উগ্রপন্থীদের উৎখাত করে সেনাবাহিনী ঢোকার পথ তৈরি করে দিতে ক্যাপ্টেন আল্পআর্সলানের নেতৃত্বে স্পেশাল ফোর্সের একটা দলকে অভিযানে পাঠানো হয়। তারা লড়াই করতে করতে সন্ত্রাসীদের তীব্র আক্রমণে এক পর্যায়ে বেঁচে থাকার আশা হারিয়ে ফেলে। ঠিক এমন সময় বিমান থেকে সেখানে বোমা বর্ষণের জন্য তাদের সাথে যোগ দেয় পাইলট ক্যাপ্টেন ওনুর কেসকিন। সন্ত্রাসীদের ঘাঁটি গুঁড়িয়ে দিতে পারলেও তাদের ছোঁড়া একটি রকেটের আঘাতে বিমান বিধ্বস্ত হয়। ক্যাপ্টেন আল্পআর্সলান সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তারা ক্যাপ্টেন ওনুরকে উদ্ধার করবে। শুরু হয় নতুন অভিযান। দেশপ্রেম আর মানবতার গল্প তুলে ধরা হয়েছে ‘জান ফিদা’ তথা ‘টু ডাই ফর’ সিনেমাতে।

বিজ্ঞাপন

মাই ব্রাদার

হাকান আর ওযান দুই ভাই তুরস্কের বিখ্যাত দুই সংগীতশিল্পী। সম্পর্কের টানাপড়েনে অনেক দিন ধরে ওদের মুখ দেখাদেখি বন্ধ ছিল। তবে বাবা মারা যাওয়ায় ওনার জানাজায় আসতে এবং মৃত্যুর দুই সপ্তাহ আগে ওনার করা একটি ভিডিও রেকর্ড দেখতে বাধ্য হয়। ভিডিও রেকর্ডে ওনার রেখে যাওয়া একটি পুরনো ভাঙা গাড়ি দুই ভাইয়ের মাঝে ভাগ করে দেন। ওদের আবার একত্রিত করার প্রয়াসে এক ভাইয়ের কাছে গাড়ি আর অন্য ভাইয়ের কাছে চাবি তুলে দেন। এছাড়া শেষ অনুরোধ হিসেবে দুই ভাইকে একটি বিয়ের অনুষ্ঠানে একসাথে গান গাইতে বলেন। অনিচ্ছা সত্ত্বেও বাবার শেষ অনুরোধ রাখার জন্য ওরা সেই ভাঙা গাড়ি নিয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। পথে যেইনেপ নামের এক মেয়ের গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় ওরা তাকে সাহায্য করে এবং নিজেদের গাড়িতে তুলে নেয়। দুই ভাইয়ের সম্পর্ক যখন স্বাভাবিক হয়ে আসে, ঠিক তখনই তারা এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। এমনই এক পারিবারিক গল্পের ছবি ‘কারদেশিম বেনিম’ বা ‘মাই ব্রাদার’।

সিনেমাগুলোর বাংলা ডাবিংয়ে ছিলেন দীপ্ত কণ্ঠাভিনয় টিম ও দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।

সারাবাংলা/এজেডএস

টু ডাই ফর তুরস্কের তিন ছবি মাই ব্রাদার লাভ লাইক ইউ

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর