হলিউডে বলিউডের ভাইজান
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৯ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪০
সালমান খানকে নিয়ে দিন দু’য়েক ধরেই চলছে নানা আলোচনা। এ বার নাকি ভাইজান হলিউডে পাড়ি দিচ্ছেন। যা শুনে ভক্তরাও ভীষণই উত্তেজিত। তবে কিছু মানুষ এখনও বিষয়টির সত্যি, মিথ্যে নিয়ে প্রশ্ন তুলছেন। সত্যিই কি এ বার হলিউডের সিনেমায় দেখা যাবে ভাইজানকে?
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে নানা আলোচনা। কিন্তু ‘মিড ডে’-র প্রতিবেদন অনুসারে, সালমান খান এবং সঞ্জয়কে হলিউডের একটি থ্রিলার ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যেখানে দুই তারকার অ্যাকশন সিকোয়েন্স মন ছুঁয়ে যাবে দর্শকের। তবে, এই প্রজেক্ট নিয়ে এখনও খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি।
প্রসঙ্গত, সালমান খান কিছুদিন আগেই তার ‘বিগ বস ১৮’ শেষ করেছেন। বর্তমানে সালমান তার আসন্ন ছবি ‘সিকন্দর’-এর শুটিংয়ে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে চলছে তুমুল আলোচনা। ভক্তরাও যে সিনেমা নিয়ে ভীষণ ভাবে উত্তেজিত।
সালমনের আগামী ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলেই। প্রসঙ্গত, এই সিনেমার টিজার গত ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। যা মানুষের মন ছুঁয়েছে বলা চলে। ছবির টিজার দেখার পর মানুষ আরও বেশি উত্তেজিত। আগামী ঈদে মুক্তি পেতে চলেছে সিনেমাটি বলে খবর।
সারাবাংলা/এজেডএস