Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কাছের মানুষ দূরে থুইয়া’ উপভোগ করতে পারবেন দৃষ্টি প্রতিবন্ধীরা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৯ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৬

‘কাছের মানুষ দূরে থুইয়া’র একটি দৃশ্যে তাসনিয়া ফারিণ ও প্রীতম হাসান

সবার ভাষা এক নয়। কারও কাছে দৃশ্যটাই ভাষা। কারও কাছে দৃশ্যভাষা বলে কিছু নেই, শব্দটাই তার সব। দৃষ্টি প্রতিবন্ধীদের কাছে দৃশ্য থেকে ভাষা উৎসারিত হয় না বরং তারা শব্দকে অনুসরণ করে দৃশ্য তৈরি করেন অন্তর জগতে। ভাষার মাসে দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা নিয়ে সচেতনতা বাড়াতে এবং সবার ভাষার প্রতি সম্মান জানাতে বিশেষ ক্যাম্পেইনিং শুরু করেছে মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের সিনেমা উপভোগের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠান দুটি। অডিও ডেসক্রিপশন বা ধারাবর্ণনার মাধ্যমে সিনেমাটি উপভোগ করতে পারবেন তারা। আর এ জন্য বেছে নেয়া হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম ’কাছের মানুষ দূরে থুইয়া’। এটি মিনিস্ট্রি অফ লাভ প্রকল্পের একটি সিনেমা।

গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমাটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ভার্সনটি ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি ফ্রি-তে উপভোগ করা যাবে মাইজিপি অ্যাপে। প্রতিষ্ঠানটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, ‘চরকি ও গ্রামীণফোন এই প্রথম দেখার ভাষায় নিয়ে এলো ‘কাছের মানুষ দূরে থুইয়া’ চলচ্চিত্রটি। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা এখন সিনেমাটি পুরোপুরি এক্সপেরিয়েন্স করতে পারবেন অডিও ডেসক্রিপশনসহ।’

অডিও ডেসক্রিপশনসহ ট্রেইলার লিংক: প্রীতম হাসান–তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। নির্মাতা বলেন, ‘‘দর্শকরা দেখবে বলেই আমরা কাজ করি। কিন্তু ভেবে দেখি না, সবার দেখাটা এক না। এ জন্য চরকি ও গ্রামীণফোন নিয়েছে দারুণ পদক্ষেপ। আমার পরিচালিত সুপারহিট চরকি অরিজিনাল ফিল্ম ’কাছের মানুষ দূরে থুইয়া’ দেখা ও শোনা যাবে দেখার ভাষায় অর্থাৎ অডিও ডেস্ক্রিপশনসহ!”

সংলাপগুলো ঠিক রেখে পুরো সিনেমাটি বর্ণনা করা হয়েছে। চরিত্রের অবস্থান, পরিবেশ, মুহূর্ত, স্থানের ধারাবর্ণনার মাধ্যমে তৈরি করা হয়েছে নতুন ভার্সনের সিনেমাটি। এতে ধারাবর্ণনা দিয়েছেন অভিনেতা ইন্তেখাব দিনার এবং ধারাবর্ণনাটি লিখেছেন সিদ্দিক আহমেদ।

এমন উদ্যোগে থাকতে পেরে আনন্দ ও তৃপ্তি প্রকাশ করেছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, ‘এটা সত্যি অনেক তৃপ্তির যে চরকির একটা সিনেমা দৃষ্টি প্রতিবন্ধীদের উপভোগের উপযোগী করে প্রস্তুত করতে পেরেছি আমরা। এর মাধ্যমে আমরা সব ভাষা–সবার ভাষার প্রতি সম্মান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

‘কাছের মানুষ দূরে থুইয়া’ একটি স্পর্শের গল্প। জীবনের প্রয়োজনে দূরে যাওয়ার, আবার অনুভূতির আলোড়নে ফিরে আসার গল্প। লং ডিসট্যান্স রিলেশনশিপে পরস্পর থেকে হাজারো মাইল দূরে অবস্থানরত প্রেমিক–প্রেমিকার গল্প। দূরত্ব কীভাবে সম্পর্কে ক্লেদ, সন্দেহ, অবিশ্বাস, রাগ, ক্ষোভ, বিচ্ছেদ ঘটায় তার গল্প। ‘কাছের মানুষ দূরে থুইয়া’ একটি আলিঙ্গনের গল্প। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে চরকিতে মুক্তি পায় সিনেমাটি।

সারাবাংলা/এজেডএস

কাছের মানুষ দূরে থুইয়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ভার্সন

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর