Wednesday 26 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালের চলচ্চিত্র উৎসবে জুরি খন্দকার সুমন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৪

চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (NIFF) ২০২৫-এ জুরি সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ২০-২৪ মার্চ। এই উৎসবে স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন সুমন। তার সঙ্গে সহ-বিচারক হিসেবে থাকবেন নেপালের বর্ষীয়ান নির্মাতা দীপেন্দ্র গাউচান এবং ইরানের খ্যাতনামা চলচ্চিত্র ব্যক্তিত্ব করিম আজি।

এর আগে, ৬ষ্ঠ নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, খন্দকার সুমনের পরিচালিত চলচ্চিত্র ‘সাঁতাও’ আন্তর্জাতিক বিভাগে সেরা নির্বাচিত হয়ে নেপালের অন্যতম মর্যাদাপূর্ণ ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ অর্জন করেছিলো। শক্তিশালী গল্প, সমাজ বাস্তবতা এবং অনন্য শৈল্পিক উপস্থাপনার জন্য প্রশংসিত হয় সিনেমাটি।

বিজ্ঞাপন

এবার বিচারক হিসেবে খন্দকার সুমনের অন্তর্ভুক্তি বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাণের জন্য এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি এবং আন্তর্জাতিক চলচ্চিত্র পরিমণ্ডলে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

বলা প্রয়োজন, নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (NIFF) দক্ষিণ এশিয়ার অন্যতম সম্মানজনক চলচ্চিত্র উৎসব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্মাতারা তাদের কাজ উপস্থাপন করেন এখানে।

এটি নেপালের বৃহত্তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যেখানে কাহিনিচিত্র, স্বল্পদৈর্ঘ্য এবং প্রামাণ্যচিত্রের পাশাপাশি বিভিন্ন সিনেম্যাটিক আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

উৎসবটি চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে সৃজনশীল আলাপচারিতা ও সাংস্কৃতিক সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জুরি সদস্য হিসেবে মনোনীত হওয়া দারুণ সম্মানে জানিয়ে খন্দকার সুমন বলেন, ‘নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে আমার একটা বিশেষ সম্পর্ক রয়েছে। ‘সাঁতাও’ এখানে পুরস্কার জয়ের পর এবার বিচারক হিসেবে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিভাবান নির্মাতাদের কাজ দেখার এবং মূল্যায়ন করার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

বিজ্ঞাপন

বিচারক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও, খন্দকার সুমন উৎসবে অংশগ্রহণকারী নির্মাতাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং দক্ষিণ এশিয়ার স্বাধীন চলচ্চিত্র নির্মাণের ভবিষ্যৎ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

সারাবাংলা/এজেডএস

খন্দকার সুমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর