Wednesday 26 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহে রমজানে নানা আয়োজনে দুরন্ত টিভি

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৮

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দুরন্ত টিভি

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশের প্রথম শিশু-কিশোরদের অনুষ্ঠানভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দুরন্ত টিভি। বিশেষ অনুষ্ঠানমালায় রয়েছে _

জানার আছে অনেক কিছু

পবিত্র মাহে রমজানে শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘জানার আছে অনেক কিছু’র ৭ম মৌসুম। এটি ইসলামিক সাধারণ জ্ঞানের কুইজভিত্তিক ৩১ পর্বের অনুষ্ঠান। প্রতিবারের মতো সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বাছাই করা হয়েছে ৩২টি দল। এই দলগুলো থেকে নকআউটের মাধ্যমে নির্বাচিত হবে চূড়ান্ত বিজয়ী দল। অনুষ্ঠানটির প্রতিটি পর্ব সাজানো হয়েছে পাঁচটি রাউন্ডে – ভেবেচিন্তে, খুঁটিনাটি, জলদি বলো, আলোকিত কুরআন এবং দেখেশুনে।

শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘জানার আছে অনেক কিছু’র ৭ম মৌসুম

শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘জানার আছে অনেক কিছু’র ৭ম মৌসুম

‘জানার আছে অনেক কিছু – সিজন ৭’ পরিচালনা করেছেন মেহেদী হাসান স্বাধীন এবং সঞ্চালনা করেছেন আয়ান জাহিন হোসেন। অনুষ্ঠানটি ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে রমজান মাসজুড়ে প্রতিদিন সকাল ৯টা ও বিকাল ৫টায়।

বানাই ইফতার মা-বাবা আর আমি

‘বানাই ইফতার মা বাবা আর আমি – সিজন ৩’ একটি রান্না বিষয়ক অনুষ্ঠান। বিভিন্ন ধরনের মজাদার ও পুষ্টিগুণ সম্পন্ন ইফতার তৈরির প্রক্রিয়া এই অনুষ্ঠানে উপস্থাপন করা হয়েছে। অনুষ্ঠানটিতে একজন রন্ধন শিল্পী আছেন তিনিই মূলত অনুষ্ঠানটির সঞ্চালক। এছাড়া প্রতি পর্বে একজন শিশু তার মা অথবা বাবাকে সাথে নিয়ে আসে। যারা মজার ছলে গল্প বলে বিভিন্ন ধরণের ইফতার তৈরি করে। অনুষ্ঠানটিতে সঞ্চালক শিশুকে গল্প বলার মাধ্যমে খাবারের উপকরণগুলো সম্পর্কে মজার মজার তথ্য দেন এবং খাবারের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে বলেন।

বিজ্ঞাপন
‘বানাই ইফতার মা বাবা আর আমি - সিজন ৩’ একটি রান্না বিষয়ক অনুষ্ঠান

‘বানাই ইফতার মা বাবা আর আমি – সিজন ৩’ একটি রান্না বিষয়ক অনুষ্ঠান

‘বানাই ইফতার, মা-বাবা আর আমি – সিজন ৩’ পরিচালনা করেছেন আমিনা নওশিন রাইসা এবং সঞ্চালনা করেছেন আফিফা আকতার লিটা। অনুষ্ঠানটি প্রচারিত হবে রমজান মাসজুড়ে প্রতিদিন সকাল ৮টায় ও দুপুর ২টা ৩০ মিনিটে।

আলোয় ভুবন ভরা

পবিত্র রমজান মাসে দুরন্ত টিভিতে প্রচারিত হতে যাচ্ছে ‘আলোয় ভুবন ভরা’। এটি ধর্মীয় নৈতিক শিক্ষামূলক অনুষ্ঠান। ধর্মীয় বিভিন্ন গল্প বলার মাধ্যমে শিশুদের সামনে নানান নৈতিক শিক্ষা যেমন সহনশীলতা, সততা, শ্রদ্ধাবোধ, অপরকে সহযোগিতা, পরিচ্ছন্নতা, ভালো কাজ, অপচয় না করা, মিথ্যা না বলা ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছে।

পবিত্র রমজান মাসে দুরন্ত টিভিতে প্রচারিত হতে যাচ্ছে ‘আলোয় ভুবন ভরা’

পবিত্র রমজান মাসে দুরন্ত টিভিতে প্রচারিত হতে যাচ্ছে ‘আলোয় ভুবন ভরা’

‘আলোয় ভুবন ভরা’ পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। অনুষ্ঠানটি প্রচারিত হবে রমজান মাসজুড়ে প্রতিদিন সকাল ৭টায় ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

রমজান মাসজুড়ে দুরন্ত টিভিতে দেখা যাবে শিশুদের গাওয়া হামদ-নাত নিয়ে অনুষ্ঠান ‘গানে প্রাণে প্রার্থনা’

রমজান মাসজুড়ে দুরন্ত টিভিতে দেখা যাবে শিশুদের গাওয়া হামদ-নাত নিয়ে অনুষ্ঠান ‘গানে প্রাণে প্রার্থনা’

গানে প্রাণে প্রার্থনা

রমজান মাসজুড়ে দুরন্ত টিভিতে দেখা যাবে শিশুদের গাওয়া হামদ-নাত নিয়ে অনুষ্ঠান ‘গানে প্রাণে প্রার্থনা’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ফরিদা লিমা। ‘গানে প্রাণে প্রার্থনা’ প্রচারিত হবে পবিত্র রমজান মাসে প্রতিদিন সন্ধ্যা ৬টায় ও ভোর ৪টায়।

সারাবাংলা/এএসজি

টেলিভিশন দুরন্ত টিভি মাহে রমজান

বিজ্ঞাপন

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৩

আরো

সম্পর্কিত খবর