Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেলার প্রকাশের আগেই অগ্রিম বুকিং সালমানের ছবির

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৬

সালমান খান

চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত ও এ আর মুরুগাদোস পরিচালিত ছবি ‘সিকান্দার’। যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, প্রতীক বারবার এবং সত্যরাজ।

যদিও ছবিটির গল্প এবং এর প্লট সম্পর্কে এখনও খুব বেশি কিছু প্রকাশ করা হয়নি, তবে ভক্তদের জন্য এটাই যথেষ্ট যে সালমান খানকে আবারও দাবাং স্টাইলে বড় পর্দায় দেখা যাবে।

সূত্রের খবর, ইতোমধ্যেই ছবিটির আন্তর্জাতিক অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে এর মুক্তির তারিখ বা বুকিং তারিখ সম্পর্কে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

বলিউড হাঙ্গামা একটি প্রতিবেদনের ভিত্তিতে জানিয়েছে যে, ছবিটি ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। কারণ সালমান খান প্রতি বছর ঈদ বা বড়দিন উপলক্ষে তার ছবি নিয়ে আসেন, তাই ভক্তরা ধরে নিচ্ছেন ছবিটি মুক্তি পেতে পারে মার্চের শেষের দিকে।

ইতোমধ্যেই যেহেতু ৩০ মার্চ শোগুলির জন্য আন্তর্জাতিক অগ্রিম বুকিং করা হচ্ছে, এটিও একটি কারণ যে এটি চলচ্চিত্রের মুক্তির তারিখ হিসাবে বিবেচিত হতে পারে। শুধু তাই নয়, এই দিনটি রবিবার হওয়ার কারণে আয়ের দিক থেকেও বড় সুবিধা পেতে পারে ছবিটি।

সালমান খানের শেষ ছবি ‘টাইগার থ্রি’ ব্লকবাস্টার হিট ছিল এবং ভক্তরা তার পরবর্তী চলচ্চিত্রের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মনে করা হচ্ছে, শুক্রবার ‘সিকান্দার’ মুক্তি না পেলেও অগ্রিম বুকিংয়ের জন্য লাইনে দাঁড়াবেন ভাইজানের ভক্তরা।

এও শোনা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই ট্রেলারটি মুক্তি দিতে পারে ম্যাকার্স। ছবির পরিচালক মুরগোদাস ৯ বছর পর একটি হিন্দি ছবি নিয়ে ফিরে আসছেন। এর আগে তার পরিচালিত আমির খানের ‘গজনি’ ২০০৮ সালে, ২০১৪ সালে অক্ষয় কুমারের ‘হলিডে’ এবং ২০১৬ সালে সোনাক্ষী সিনহার ‘আকিরা’ মুক্তি পেয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

অগ্রিম বুকিং সালমান খান

বিজ্ঞাপন

খুলনায় বস্তাবন্দি মরদেহ উদ্ধার
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর