Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহরের ঘুম কি আদৌ ভাঙবে!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৮

‘ঘুম ভাঙা শহরে’ নাটকের একটি দৃশ্য

রৌদ্র মধ্যবিত্ত পরিবারের সন্তান। লেখাপড়া শেষে কয়েকটি চাকরি পাওয়ার পরও যোগদান করেনি কারণ সে মনে করে তার চেয়ে অন্য প্রার্থীদের চাকরির বেশি প্রয়োজন। অন্যদিকে ভাবনা শিল্পপতি বাবার সন্তান। তার মধ্যে বড়লোকসুলভ কোনো আচরণ নেই। লেখাপড়া শেষ করে সে তার বাবার কোম্পানি দেখাশুনা করছে। একদিন রৌদ্র এই অফিসে চাকরির ইন্টারভিউ দিতে আসে। তার চাকরি হয়েও যায় কিন্তু চাকরিতে যোগদান করার আগে কোম্পানিকে কিছু শর্ত দেয়।

বিজ্ঞাপন

রৌদ্রের কথায় মুগ্ধ হয়ে ভাবনা সব শর্ত মেনে নেয় এবং তাকে নিয়োগ দেয়। একসঙ্গে কাজ করতে গিয়ে দুজন দুজনকে ভালোবেসে ফেলে। ভাবনা রৌদ্রকে বিয়ের প্রস্তাব দিলে রৌদ্র আবারও কিছু শর্ত দেয়। শর্ত মেনেই দুজনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরও নিজেকে বদলাতে পারে না রৌদ্র। কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মনমালিন্য হয়। ফলে ভাবনা দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

এদিকে রৌদ্রও ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সে ভাবে ভানাকে নিয়ে যে শহরে শত-শত ফুল ফোটাতে চেয়েছিল সেই শহর ঘুমিয়ে গেছে। রৌদ্র নিজেও শহর ছাড়ার সিদ্ধান্ত নেয়। তার মনে হতে থাকে, আদৌ কি শহরের ঘুম ভাঙবে? এমন গল্পে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নাটক ‘ঘুম ভাঙা শহরে’।
রেজাউর রহমান ইজাজের রচনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। অভিনয় করেছেন তনয় বিশ্বাস, লাবণ্য চৌধুরী, মিলি বাশার, বিমল ব্যানার্জি, দিলু মজুমদার, বিন্দু রোজারিও, শামস আরেফিন ও আরাফাত। নাটকটি প্রচারিত হবে শনিবার (১ মার্চ) রাত ৯টায়।

সারাবাংলা/এজেডএস

ঘুম ভাঙা শহরে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর